কলকাতা

নিউটাউন বিশ্ববাংলা গেটের আদলে এবার সীমান্ত শহরে হচ্ছে ‘গেটওয়ে অব বেঙ্গল’

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিউটাউনে বিশ্ববাংলা গেট করেছে রাজ্য সরকার। রেস্তরাঁ সহ বিনোদনের ব্যবস্থাও রয়েছে সেখানে। আর সেই আদলে সীমান্ত শহর বনগাঁয় তৈরি হতে চলেছে ‘গেটওয়ে অব বেঙ্গল’। এর উচ্চতা হবে ৫৫ ফুট। গেটওয়ে-তে থাকবে রকমারি খাবার। এর জেরে আয় বাড়বে পুরসভার। একইসঙ্গে সীমান্ত লাগোয়া বনগাঁ শহরকে বাংলাদেশ সহ বিদেশিদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ বলে দাবি করেছে পুর কর্তৃপক্ষ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বনগাঁ-চাকদহ রোডের উপর পূর্তদপ্তরের জায়গাতে তৈরি হবে গেটওয়ে অব বেঙ্গল। এর উচ্চতা হবে ৫৫ ফুট, চওড়া হবে ৪০ ফুট। রেস্তরাঁয় ওঠার জন্য দু’টি লিফট থাকবে। সেখানে দেশি ও বিদেশি সুস্বাদু খাবারের স্বাদ যেমন পর্যটকরা পাবেন, তেমনই বিনোদনের মজাও নিতে পারবেন। ক্রিস্টালের এই গেটওয়ে অব বেঙ্গলে একসঙ্গে ৫০ জনের বসে খাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। গেটওয়ে অব বেঙ্গলে রেস্তরাঁ সহ যাবতীয় বিনোদন ব্যবস্থার পরিচালনার দায়িত্বে থাকছে বনগাঁ পুরসভা। রান্নার কাজে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করা হবে। এছাড়া বিদেশি ডিশ তৈরিতে পারদর্শীদের কর্মসংস্থানের সুযোগও দেবে বনগাঁ পুরসভা। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রয়েছে পেট্রাপোল স্থলবন্দর। বাংলাদেশ থেকে সেখানে এসে বনগাঁ শহরের উপর দিয়েই বিদেশিরা কলকাতামুখী হন। সেই বিদেশিদের কাছে বনগাঁ শহরকে আরও আকর্ষণীয় করতেই পুরসভার এই উদ্যোগ। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, এর ফলে পুরসভার একদিকে যেমন আয় বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানও হবে। গেটওয়ে অব বেঙ্গলের মাধ্যমে বনগাঁর মানুষকে আমরা আলাদা বার্তা দিতে চাই। এই কাজের নকশা তৈরি হয়ে গিয়েছে। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পেয়েছি আমরা। আশা করছি দ্রুত সবুজ 
সঙ্কেত মিলবে, কাজও শুরু হবে। 
 শিল্পীর চোখে ‘গেটওয়ে অব বেঙ্গল’।
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা