দেশ

৫৪টি স্কুল-কলেজ, ১০ কোটির মালিক
কুস্তিগির কাণ্ডে অভিযুক্ত ব্রিজভূষণ
রয়েছে প্রাইভেট জেট, হেলিকপ্টারও

নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে শোরগোল। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু থেকে ক্রীড়া প্রশাসক—প্রতিটি ক্ষেত্রে পিছু নিয়েছে একের পর এক গুরুতর অভিযোগ।
১৯৮৮ সালে রাজনীতিতে পা রাখেন ব্রিজভূষণ। ছ’বারের সাংসদ। ১৯৯১ সালে বিজেপি প্রথমবার তাঁকে সাধারণ নির্বাচনের টিকিট দিয়েছিল। প্রথম ইউপিএ সরকারের আস্থা ভোটে দলের নির্দেশ অমান্য করায় ব্রিজভূষণকে বহিষ্কার করে বিজেপি। ২০০৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। ২০১৪ সালে ফের বিজেপিতে ফিরে আসেন। স্ত্রী কেতকীদেবীও একবার সাংসদ হয়েছিলেন। তাঁদের ছেলে প্রতীকও গোন্ডা সদর থেকে দু’বারের বিধায়ক। অঢেল সম্পত্তির মালিক ব্রিজের ৫৪টি কলেজ, স্কুল রয়েছে। নার্সিং কলেজও চালান তিনি। রয়েছে হোটেল ব্যবসাও। প্রতিটি ক্ষেত্রেই পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন তিনি। জন্মভূমি গোন্ডা ছাড়াও লখনউতে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া, প্রাইভেট জেট, হেলিকপ্টার, কোটি টাকা মূল্যের একাধিক গাড়ির মালিক তিনি। ২০১৯ সালে নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০ কোটি বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে তথ্যাভিজ্ঞ মহলের মতে, বাস্তবে এর পরিমাণ কয়েকগুণ বেশি।  
সাড়ে তিন দশকের রাজনৈতিক জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। প্রথমবার যখন ভোটে দাঁড়ান, তখন তাঁর বিরুদ্ধে কমপক্ষে ৩৪টি মামলা ছিল। তালিকায় চুরি, দাঙ্গা বাধানো, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, খুনের চেষ্টা, অপহরণের মতো গুরুতর ধারা। ১৯৯২ সালে বাবরি ভাঙায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। মুম্বইয়ের জে জে হাসপাতালের শ্যুটআউটেও গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সহযোগীদের সাহায্য করেছিলেন তিনি। এই অভিযোগে বেশ কয়েকমাস তাঁকে জেলও খাটতে হয়। ২০২২ সালে এক সাক্ষাত্কারে নিজের হাতে খুনের কথা স্বীকার করেছিলেন বিজেপি সাংসদ। শুধু রাজনৈতিক জীবনই নয়, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান পদে বসেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘কুস্তিগির ছেলে-মেয়েরা খুবই শক্তিশালী। ওদের সামলানোর জন্য শক্ত-সমর্থ ব্যক্তিই দরকার। এখানে আমার থেকে শক্তিশালী আর কেউ আছে?’ ২০২১ সালে জুনিয়র রেসলিং টুর্নামেন্টের সময় এক কুস্তিগিরকে থাপ্পর মেরেছিলেন ব্রিজ। গোটা ঘটনাই ক্যামেরায় ধরা পড়ে। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এরপরই চলতি বছরে শুরুতে তাঁর বিরুদ্ধে  যৌন নিগ্রহের গুরুতর অভিযোগে ধর্নার বসেছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক কুস্তিগির।    
17Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা