দেশ

অবশেষে গলল বরফ, অক্টোবরেই লাদাখের দেপসাং, ডেমকক থেকে সেনা প্রত্যাহার করবে ভারত ও চীন

নয়াদিল্লি: লাদাখের প্যাংগং লেক চত্বর। উত্তেজনার সূত্রপাত হয়েছিল ২০২০ সালের মাঝামাঝি। ওই বছরের মে মাসে তৈরি সেই উত্তেজনাই জুনে গিয়ে প্রাণঘাতী সংঘর্ষের রূপ নেয়। গলওয়ানের সেই হিংসায় দুই সেনাবাহিনীতেই হতাহতের ঘটনা ঘটে। লাদাখের সেই সংঘাত ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে কার্যত হিমঘরে পাঠিয়ে দিয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে দু’দেশের মধ্যে চলেছে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা। অবশেষে প্রায় সাড়ে চার বছর পর গলল বরফ। চলতি মাস শেষ হওয়ার আগেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দেপসাং ও ডেমকক থেকে সেনা প্রত্যাহারের কাজ সম্পূর্ণ করে ফেলবে দুই দেশ। ভারতীয় সেনা সূত্রে খবর, ২৮ বা ২৯ অক্টোবরের মধ্যেই সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়ে যাবে। লাদাখ সংঘাতের সমাধানে দু’পক্ষের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে সম্প্রতি বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়। ঠিক তার পরেই রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ওই বৈঠক বরফ গলার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছিল। এবার সেনাবাহিনী সূত্রে জানানো হল, লাদাখে সংঘাতের সর্বশেষ জায়গাগুলি থেকেও দুই দেশের বাহিনী প্রত্যাহারের কাজ শেষ হতে চলেছে। 
২০২০ সালের এপ্রিল মাসের আগে পর্যন্ত দু’পক্ষের সেনা যে অবস্থানে ছিল, সেখানেই ফের ফিরে যাবে।  ভারতীয় সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, সেনা প্রত্যাহার সংক্রান্ত এই চুক্তি শুধুমাত্র লাদাখের দেপসাং ও ডেমককের জন্য প্রযোজ্য হবে। অন্য কোনও সংঘাত স্থলের জন্য তা প্রযোজ্য হবে না। ২০২০ সালের এপ্রিলের আগে যারা যে অবস্থানে ছিল, দুই দেশের সেনাই পূর্বের সেই জায়গায় ফিরে যাবে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত যে বাহিনী 
যতদূর পর্যন্ত টহলদারি চালাত, তার বেশি কেউ-ই আর এগবে না। গ্রাউন্ড কমান্ডাদের মধ্যে নিয়মিত বৈঠক বজায় থাকবে। দু’পক্ষই তাদের টহলদারি দলে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া সংখ্যার (১৪-১৫ জন) থেকে বেশি সেনা রাখতে পারবে না। ভুল বোঝাবুঝি এড়াতে উভয়পক্ষই পরস্পরকে জানাবে 
কখন তারা টহলদারি শুরু করছে। শুধু সেনা নয়, ওই এলাকা থেকে তাঁবু ও শেড সহ সব ধরনের অস্থায়ী পরিকাঠামোও সরিয়ে নেবে দুই দেশের বাহিনী। সেখানে দু’পক্ষই নজরদারি চালাবে। দেপসাং ও ডেমককে ২০২০ সালের এপ্রিল মাসের আগে যে পয়েন্ট পর্যন্ত ভারতীয় সেনা টহলদারি চালাত, পরিবর্তিত পরিস্থিতিতেও ততদূর পর্যন্তই টহলদারি চালানো হবে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা