খেলা

আনসেলোত্তিকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ফ্লিক
 

মাদ্রিদ: ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াই এল ক্লাসিকো। দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচে চোখ থাকে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের। স্বাভাবিকভাবেই শনিবার রাতে সাম্তিয়াগো বার্নাব্যুতে লা-লিগার এল ক্লাসিকো ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। পাশাপাশি পয়েন্ট তালিকার নিরিখেও এই ম্যাচ তাত্পর্যপূর্ণ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে  বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচে তিন পয়েন্ট কম পেয়ে হান্স ফ্লিকের দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল। বলাই বাহুল্য, ঘরের মাঠে জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট ছোঁয়াই লক্ষ্য থাকবে কার্লো আনসেলোত্তি ব্রিগেডের। অন্যদিকে, ফ্লিক চাইবেন বিপক্ষ কোচকে স্ট্র্যাটেজির লড়াইয়ে হারিয়ে শীর্ষস্থান মজবুত করতে।
এল ক্লাসিকোর পাশাপাশি এই ম্যাচকে দুই ক্ষুরধার মস্তিস্কের কোচের মগজাস্ত্রের লড়াই হিসেবেও দেখা হচ্ছে। গত কয়েক বছর কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণে রীতিমতো অপ্রতিরোধ্য রিয়াল। গতবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল এবারও দুরন্ত ছন্দে। পরিসংখ্যান বলছে, লা লিগায় শেষ ৪২ ম্যাচে অপরাজিত রিয়াল মাদ্রিদ। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে দু’গোলে পিছিয়ে পড়েও ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে মাদ্রিদের ক্লাবটি। দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়ার। হেভিওয়েট রিক্রুট কিলিয়ান এমবাপেও ক্রমশ ছন্দে ফিরছেন। তবে চোটের কারণে এই মহারণে নেই গোলরক্ষক থিবো কুর্তোয়া, রডরিগো, কার্ভাহাল ও আলাবা। 
পক্ষান্তরে, চলতি মরশুমে দায়িত্ব নিয়েই বার্সেলোনার খোলনলচে বদলে দিয়েছেন হ্যান্স ফ্লিক। তারুণ্যের জয়গানে কাতালন ক্লাবটির সুদিন ফিরিয়েছেন তিনি। লা মাসিয়া থেকে উঠে আসা কাসাদো, কুবার্সির সঙ্গে স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিয়ে ইয়ামালরা রীতিমতো বিপক্ষ শিবিরে ভয় ধরাচ্ছেন। চলতি মরশুমে উপরি পাওনা রাফিনহার ফর্মে ফেরা। এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ভর করে চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেসির প্রাক্তন ক্লাব। পাশাপাশি আলাদা করে উল্লেখ করতে হবে স্ট্রাইকার রবার্ট লিওয়ানডস্কির কথাও। ইতিমধ্যে ১৩ ম্যাচে ১৫বার বিপক্ষের জাল কাঁপিয়ে ফেলেছেন পোলিশ তারকা। এল ক্লাসিকোতেও গোলের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর তিনি। তবে চোটের জন্য এই ম্যাচে নেই আরাহু, ক্রিস্টেনসেন, টের স্টেগানরা। সবমিলিয়ে শনিবার এল ক্লাসিকোতে সেয়ানে সেয়ানে লড়াই।         ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা