খেলা

ফিটনেস বাড়াতে মরিয়া কোচ ব্রুজোঁ, কাল এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শুরু ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুটানে পৌঁছেই কাজ শুরু অস্কার ব্রুজোঁর। এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচ খেলার পাশাপাশি ফুটবলারদের ফিটনেস বাড়ানোই লাল-হলুদ কোচের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার বিকেলে টিম হোটলে পা রাখার পর অনুশীলনের সময় ছিল না। অগত্যা হিজাজি, ক্লেটন, সাউলদের নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েন স্প্যানিশ কোচ। পাহাড়ি রাস্তায় চড়াই-উতরাই টপকাতে অনেকেরই কোমরে হাত। অল্প সময়ে ফিটনেসের ঘাটতি মেটোনো ব্রুজোঁর কঠিন চ্যালেঞ্জ।
এএফসি চ্যালেঞ্জ লিগে শনিবার মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড। ক্লেটনদের প্রথম প্রতিপক্ষ স্থানীয় পারো এফসি। এদিন বিমানবন্দরে ব্রুজোঁ ব্রিগেডকে স্বাগত জানান পারো এফসি’র প্রতিনিধি দল। সৌজন্যে খুশি টিম-ম্যানেজমেন্ট। ২৬ জনের স্কোয়াডে রয়েছেন মহেশ সিং,নিশু কুমার। তাঁদের দ্রুত ফিট করে মাঠে নামাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। রিজার্ভ টিমের নাসিব, আদিত্য পাত্র, শ্যামল বেসরাও দলে আছেন। রোটেশন পদ্ধতি মেনে তিনটি ম্যাচে দল সাজানোর ভাবনা অস্কারের। আইএসএলে টানা ছয় ম্যাচ হেরে খাদের কিনারায় ইস্ট বেঙ্গল। মানসিকভাবে বিধ্বস্ত ফুটবলাররা। তার উপর আন্তর্জাতিক ম্যাচে দেশের সম্মান জড়িত। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সবাই। তবে কাজটা নিঃসন্দেহে কঠিন। কৃত্রিম ঘাসের মাঠে বিপক্ষের গতি সামাল দেওয়া বেশ কঠিন। 
আইএসএলে প্রথম একাদশে চার বিদেশি খেলানো যায়। এএফসি’তে তেমন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ছয় বিদেশির পুরো সেট ব্যবহার করার সুযোগ পাবেন লাল-হলুদ কোচ। শুক্রবার অনুশীলনে দল সাজাবেন তালালদের হেডস্যার। গ্রুপ ‘এ’তে পারো এফসি ছাড়াও বাংলাদেশের বসুন্ধরা কিংস ও লেবাননেন নেজমা এফসি’র বিরুদ্ধে খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। পারো ভুটানের সফলতম দল। জাপানের কিংবদন্তি ফুটবলার কেইসুকে হোন্ডাকে সই করিয়ে বড় চমক দেয় তারা। বিদেশি স্কোয়াড খুবই শক্তিশালী। বাংলাদেশের বসুন্ধরায় দীর্ঘ সময় কোচিং করিয়েছেন ব্রুজোঁ। ব্রাজিলিয়ান রবসন দল ছাড়ার পর ক্রমশ গুছিয়ে নিয়েছে তারা। পাশপাশি নেজমাও চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। এএফসিতে ভালো ফল করতে পারলে আইএসএলের বাকি ম্যাচের জন্য আত্মবিশ্বাস পাবে ইস্ট বেঙ্গল। স্প্যানিশ ব্রুজোঁ সেটাই চান।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা