খেলা

‘সুন্দর’ ম্যাজিকেই স্বস্তিতে টিম ইন্ডিয়া

পুনে: সুযোগের ‘সুন্দর’ সদ্ব্যবহার। তিন বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে স্পিনের ভেল্কি দেখালেন ওয়াশিংটন। ৫৯ রানের বিনিময়ে তুলে নিলেন ৭টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। উল্টোদিক থেকে সাহায্য করলেন আর এক তামিল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে জমা পড়ল তিন উইকেট। দুই অফ স্পিনারের দাপটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৫৯ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড।
তবুও দিনের শেষে এক সের দুধে এক ফোঁটা চোনা হয়ে রইল রোহিত শর্মার আউট। খাতা না খুলেই টিম সাউদির বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় ভারত অধিনায়ককে। আপাতত টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৬। যশস্বী জয়সওয়াল ৬ ও শুভমান গিল ১০ রানে ক্রিজে। এই ম্যাচের ভাগ্য যে স্পিনাররাই গড়ে দেবেন, তা বলার অপেক্ষা রাখে না। বিপক্ষ শিবিরে আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের মতো দক্ষ স্পিনার রয়েছেন। চতুর্থ ইনিংসে ব্যাট করা আরও কঠিন হবে ঋষভদের। তাই ভারতের উচিত প্রথম ইনিংসে যতটা সম্ভব লিড নেওয়া। 
বৃহস্পতিবার সকালে টসের পর বড় চমক আসে ভারতীয় শিবির থেকে। প্রথম একাদশে তিন তিনটি পরিবর্তন! সিরাজের জায়গায় খেলেন আকাশদীপ। প্রত্যাশা মতোই বাদ পড়েন লোকেশ রাহুল। চোট সারিয়ে ফিরলেন শুভমান গিল। তবে কোচ গম্ভীর বড় ঝুঁকিটা নিলেন কুলদীপের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি সুনীল গাভাসকরের। কড়া সমালোচনা করতে ছাড়েননি সানি। বলেন, ‘দেখে মনে হচ্ছে, প্রথম টেস্ট হেরে ভয় পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।’ সেটাই স্বাভাবিক। ঘরের মাঠে ৩৬ বছর পর নিউজিল্যান্ডের কাছে হার রোহিতদের প্রচণ্ড চাপে ফেলে দিয়েছে। তার উপর পুনে টেস্টে টস জিতে নিউজিল্যান্ডেরআগে ব্যাট করার সিদ্ধান্ত শঙ্কা বাড়ায় ভারতীয় শিবিরে। একটা সময় পর্যন্ত ম্যাচের রাশ ছিল কিউয়িদের হাতে। কনওয়ে ৭৬ রানে যখন অশ্বিনের বলে আউট হন, তখন তাঁদের স্কোর ৩ উইকেটে ১৯৭। বড় রানের ভিত তৈরি হয়ে গিয়েছিল। অ্যাশ ছাড়া সেভাবে আর কোনও ভারতীয় বোলার চাপ তৈরি করতে পারছিলেন না। সেই সুযোগ নিয়ে  হাফ-সেঞ্চুরি হাঁকান গত ম্যাচের নায়ক রাচীন রবীন্দ্রও। সঙ্গী ড্যারিল মিচেল চেষ্টা করছিলেন পায়ের তলার জমি শক্ত করতে। স্বাভাবিকভাবেই চওড়া হচ্ছিল ক্যাপ্টেন রোহিতের কপালের ভাঁজ। গ্যালারি থেকে আওয়াজ উঠছিল, ‘কোহলি কো বোলিং দো।’ ঠিকই তখনই দেবদূতের মতো আবির্ভাব ঘটল ওয়াশিংটন সুন্দরের। প্রথমে ফেরালেন রাচীনকে (৬৫)। কিউয়ি বাটসম্যানটি কিছু বোঝার আগেই তাঁর অফ স্টাম্প ছিটকে যায়। তারপরেই বোল্ড  ব্লান্ডেল (৩)। জোড়া ধাক্কায় স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। চা রানের বিরতি থেকে ফিরে আরও বিষাক্ত ছোবল দিলেন তরুণ অলরাউন্ডার। একে একে তুলে নিলেন বাকি পাঁচটি উইকেটও। সবমিলিয়ে ৬২ রানেই পড়ল শেষ সাতটি উইকেট। ওয়াশিংটনের ম্যাজিকে ল্যাজেগোবরে অবস্থা হল নিউজিল্যান্ডের। পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করেন তিনি। দিনের শেষে ‘নায়ক’ বললেন, রাচীনের উইকেটটাই সেরা। ঠিকই নির্বাচন করেছেন সুন্দর। কারণ, নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানটির ৬৫ রানের ইনিংসের পরতে পরতে ছিল আত্মবিশ্বাসের ছাপ। বলা ভালো, রাচীন ফিরতেই ব্যাকফুটে চলে যায় কিউয়িরা।
স্কোরবোর্ড: প্রথম ইনিংসে নিউজিল্যান্ড- লাথাম এলবিডব্লু বো অশ্বিন ১৫, কনওয়ে ক পন্থ বো অশ্বিন ৭৬, ইয়ং ক পন্থ বো অশ্বিন ১৮, রাচীন বো সুন্দর ৬৫, মিচেল এলবিডব্লু বো সুন্দর ১৮, ব্লান্ডেল বো সুন্দর ৩, ফিলিপস ক অশ্বিন বো সুন্দর ৯, স্যান্টনার বো সুন্দর ৩৩, সাউদি বো সুন্দর ৫, আজাজ বো সুন্দর ৪, ও’রৌরকি অপরাজিত ০, অতিরিক্ত ১৩, মোট ৭৯.১ ওভারে ২৫৯।
বোলিং: বুমরাহ ৮-২-৩২-০, আকাশ ৬-০-৪১-০, অশ্বিন ২৪-২-৬৪-৩, সুন্দর ২৩.১-৪-৫৯-৭, জাদেজা ১৮-০-৫৩-০।
প্রথম ইনিংসে ভারত-যশস্বী ব্যাটিং ৬, রোহিত বো সাউদি ০, গিল ব্যাটিং ১০, অতিরিক্ত ০, মোট ১১ ওভারে ১ উইকেটে ১৬।
বোলিং: সাউদি ৩-১-৪-১, ও’রৌরকি ৩-২-৫-০, আজাজ ৩-১-৫-০, স্যান্টনার ২-০-২-০।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা