খেলা

পিছিয়ে পড়েও বরুসিয়া ডর্টমুন্ডকে হারাল রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ: দু’গোলে পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে ফের একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। কেন টুর্নামেন্টের সব থেকে সফল দল তাঁরা, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কার্লো আনসেলোত্তির ছেলেরা। দুরন্ত হ্যাটট্রিকে জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার গতির সামনে কার্যত দিশাহারা দেখাল বরুসিয়া ডর্টমুন্ড ডিফেন্ডারদের। এছাড়া রিয়ালের হয়ে জাল কাঁপান আন্তোনিও রুডিগার ও লুকাস ভাসকুয়েজ। জার্মান ক্লাবটির দুই গোলদাতা ডনইয়েল মালেন ও জেমি বাইনো-গিটেনস। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলে নবম স্থানে উঠে এল রিয়াল। আর হেরে পঞ্চম স্থানে নামল বরুসিয়া।
গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দু’দল। সেবারও কার্ভাহাল আর ভিনিসিয়াস গোলে শেষ হাসি হেসেছিল রিয়াল। ফলে মঙ্গলবার প্রতিশোধের লক্ষ্যেই মাঠে নেমেছিল বরুসিয়া। শুরুটাও দারুণ করে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে শ্মশানের নিস্তব্ধতা বয়ে এনে ম্যাচের ৩৪ মিনিটের মধ্যেই দু’গোলে লিড নেয় জার্মান ক্লাবটি। ৩০ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মালেন (১-০)। চার মিনিট বাদেই ব্যবধান বাড়ান বাইনো-গিটেনস (২-০)। এই পর্বে মনে হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগে আরও এক হারের স্বাদ চলেছে মাদ্রিদের ক্লাবটি। তবে কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণে এই রিয়াল শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে জানে। তা আরও একবার প্রমাণিত। দ্বিতীয়ার্ধে রুডিগারের গোলে ব্যবধান কমায় রিয়াল (২-১)। দু’মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস (২-২)। ৮৩ মিনিটে দলকে এগিয়ে দেন ভাসকুয়েজ (৩-২)। আর শেষলগ্নে আরও দু’বার বরুসিয়ার জাল কাঁপিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকটি সেরে ফলেন ভিনিসিয়াস (৫-২)।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ে আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল অ্যাস্টন ভিলা। মঙ্গলবার ঘরের মাঠে বোলোনাকে ২-০ গোলে হারাল উনেই এমেরি ব্রিগেড। স্কোরশিটে নাম তোলেন জন ম্যাকগিন ও জন ডুরান। দিনের অপর ম্যাচে শাখতার ডোনেস্ককে ১-০ গোলে হারাল আর্সেনাল। ম্যাচের ২৯ মিনিটে দিমিত্রো রিজনিকের আত্মঘাতী গোলে পুরো পয়েন্ট নিশ্চিত করে মিকেল আর্তেতা ব্রিগেড। তিন ম্যাচে আর্সেনালের সংগ্রহ সাত পয়েন্ট। ঘরের মাঠে স্টুটগার্টের কাছে ০-১ গোলে হারের স্বাদ পেল জুভেন্তাস। ক্লাব ব্রাগকে ৩-১ গোলে হারাল এসি মিলান।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা