খেলা

ম্যাচ জিতেও সিরিজ হাতছাড়া ভারতের, হকিতে বিশ্বচ্যাম্পিয়নদের চূর্ণ করলেন হরমনপ্রীতরা

নয়াদিল্লি: বদলার ম্যাচে নিজেদের ছাপিয়ে গেলেন হরমনপ্রীতরা। রাজধানীর মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৫-৩ গোলে চূর্ণ করেও ট্রফি  অধরাই রইল। উল্লেখ্য, ২৪ ঘণ্টা আগে প্রথম ম্যাচে পরাস্ত হয় ফুলটন ব্রিগেড। বৃহস্পতিবার ভারতের ঐতিহাসিক জয়ের পর সিরিজের ফল দাঁড়ায় ১-১। এরপর রুদ্ধশ্বাস শ্যুট-আউটে ৩-১ ব্যবধানে জিতে ট্রফি পেল জার্মানি। অর্থাৎ বিপক্ষকে গুঁড়িয়ে দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে হরমনপ্রীতদের। তা বলে এই ফল মোটেও অগৌরবের নয়। বরং অভিষেক, সুখজিৎদের স্টিক ওয়ার্কে দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। গোটা দলকে হাততালি দিয়ে অভিনন্দন জানান সমর্থকরা। ট্রফি না পেলেও অনুরাগীদের মন জিতে নিয়েছে হকি দলের লড়াই।
ম্যাচের আগে লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন ভারতীয় কোচ ফুলটন। ৬ মিনিটে গতির বিরুদ্ধে লিড নেয় জার্মানি। মাজকৌরের পুশ রুখতে ব্যর্থ গোলরক্ষক পাঠক (১-০)। দ্বিতীয় কোয়ার্টারে হরমনপ্রীতরা চেষ্টা করলেও সমতা ফেরেনি। ভারত জ্বলে ওঠে তৃতীয় কোয়ার্টারে। ৩৪ মিনিটে ফিল্ড গোল সুখজিৎ সিংয়ের (১-১)। পরের দশ মিনিটের স্পেলে কার্যত ছারখার জার্মানি। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে জাল কাঁপান হরমনপ্রীত সিং (২-১)। পরের মিনিটেই ৩-১। ফের পেনাল্টি কর্ণার থকে লক্ষ্যভেদ অভিজ্ঞ ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীতের। চতুর্থ কোয়ার্টারের অন্তিম মুহূর্তে দুরন্ত ফিনিশ অভিষেকের (৪-১)। চতুর্থ কোয়ার্টারের শুরুতেও দাপট অব্যাহত। একার কৃতিত্বে গোল প্রতিপক্ষ গোলরক্ষক ডেনবার্গকে পরাস্ত করেন সুখজিৎ (৫-১)। শেষ দু’মিনিটে মাজকৌর ও মের্টজেনস ব্যবধান কমালেও (৫-৩) লাভের লাভ হয়নি। শ্যুট-আউটে গোল করতে ব্যর্থ হরমনপ্রীত আর রাহিল। এই পর্বে ভারতের হয়ে স্কোরশিটে নাম তোলেন একমাত্র অভিষেক।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা