খেলা

লোকেশের পাশে দাঁড়ালেন কোচ গম্ভীর

পুনে: প্রথম টেস্টে লোকেশ রাহুলের ব্যর্থতা নিয়ে ক্রিকেটপ্রেমীরা যতই সরব হোক না কেন, টিম ম্যানেজমেন্টের আস্থা তাঁর উপরই থাকছে। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তা স্পষ্টও করে দিয়েছেন। প্রচারমাধ্যমকে তিনি সাফ বলেছেন, ‘আমার কাছে সোশ্যাল মিডিয়ার সামান্যতম গুরুত্বও নেই। টিম ম্যানেজমেন্ট ও লিডারশিপ গ্রুপ কী ভাবছে সেটাই জরুরি। লোকেশ ভালো ব্যাট করছে। কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন পিচে কার্যকরী ইনিংসও খেলেছে। বড় রান পাওয়া কতটা দরকার, তা নিজেও জানে। আর সেই ক্ষমতা ওর আছে। তারজন্যই লোকেশের প্রতি আস্থা রাখছি আমরা। বাস্তবটা হল, আন্তর্জাতিক ক্রিকেটে কাউকেই লুকিয়ে রাখা যায় না।’ এতেই পরিষ্কার, চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেড়শো রানের ইনিংস খেলা সরফরাজ খান নয়, লোকেশকে খেলানোর দিকেই ঝুঁকে রয়েছেন গম্ভীর।
শুভমান গিল ও ঋষভ পন্থের খেলা নিয়ে অবশ্য কোনও সংশয় নেই। ঘাড়ে সমস্যার জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি গিল। দ্বিতীয় টেস্টে ফিরছেন তিনি। গম্ভীর বলেছেন, ‘চোটের জন্য বেঙ্গালুরুতে খেলতে পারেনি ও। পুনে টেস্টে গিল খেলবে।’ পন্থ অবশ্য প্রথম টেস্টের দ্বিতীয় দিন চোট পান। ওই টেস্টে তিনি আর কিপিং করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন মূল্যবান ৯৯। গম্ভীরের কথায়, ‘পন্থ একদম ঠিক আছে। ওর ফিটনেস নিয়ে কোনও সংশয় নেই।’
নভেম্বরে পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া রওনা হবে ভারত। এই পরিস্থিতিতে যশপ্রীত বুমরাহর ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন উঠছে। গম্ভীর বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের ১০-১২ দিন পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট। ফলে ফাস্ট বোলাররা বিশ্রামের জন্য যথেষ্ট সময় পাচ্ছে। তা সত্ত্বেও এই টেস্টের পর বুমরাহকে বিশ্রাম দেওয়া যায় কিনা তা ভেবে দেখব। অবশ্য শুধু ও নয়, সকল পেসারের ক্ষেত্রেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরি। আমরা অস্ট্রেলিয়ায় সকলকে তরতাজা অবস্থায় পেতে চাইছি। তবে সবকিছুই নির্ভর করছে এই টেস্টে ওরা কতটা বল করছে তার উপর।’ 
বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে শেষ হয়েও দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফিরেছিল ভারত। কঠিন পরিস্থিতিতেও হাল না ছাড়াই গম্ভীরের কোচিং-দর্শন। তিনি বলেছেন, ‘আমরা বেকায়দায় পড়ে গিয়েও টেস্ট জেতার জন্য ঝাঁপিয়েছিলাম। এভাবেই খেলতে চাইছি। প্রথম ইনিংসে বিপর্যয়ের পর খুব বেশি দল জয়ের জন্য ঝাঁপাতে পারত বলে মনে হয় না।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা