খেলা

বায়ার্নকে হারিয়ে মধুর প্রতিশোধ বার্সার

বার্সেলোনা- ৪   :   বায়ার্ন মিউনিখ-১

বার্সেলোনা: ম্যানুয়েল ন্যুয়েরকে কাটিয়ে রাফিনহার শট বায়ার্ন মিউনিখের জালে জড়াতেই ডাগ-আউটে উচ্ছ্বাস। কোচ হান্স ফ্লিক ছুটে গেলেন বেঞ্চের দিকে। জড়িয়ে ধরলেন বাকি সাপোর্ট স্টাফদের। গ্যালারিতে আগাম ম্যাচ জয়ের উল্লাসে মত্ত বার্সেলোনা অনুরাগীরা। দীর্ঘ ৯ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে বায়ার্নের বিরুদ্ধে জয়ের মুখ দেখল বার্সা। সেই সঙ্গে চার বছর আগে ৮ গোলের হারের মধুর প্রতিশোধ নিলেন পেড্রি-ইয়ামালরা। বুধবার ঘরের মাঠ ওলিম্পিক স্টেডিয়ামে হ্যারি কেনদের ৪-১ গোলে বশ মানায় কাতালন ক্লাবটি। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক রাফিনহার। এছাড়া বার্সার হয়ে জাল কাঁপান রবার্ট লিওয়ানডস্কি। বায়ার্নের একমাত্র গোলটি হ্যারি কেনের। এই জয়ের সুবাদে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে উঠে এল বার্সা। আর বায়ার্ন নামল ২৩ নম্বরে (তিন ম্যাচে তিন পয়েন্ট)।
২০১৪-১৫ মরশুমে শেষবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছিল বার্সা। সেমি-ফাইনালের প্রথম লেগে লিও মেসির জোড়া লক্ষ্যভেদের সুবাদে ৩-০ ব্যবধানে শেষ হাসি হাসে তারা। এরপর শেষ পাঁচ সাক্ষাতে প্রতিবার জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। এরমধ্যে ২০২০ সালে আট গোলের লজ্জায় মুখ পুড়েছিল কাতালন ক্লাবটির। সেবার বায়ার্নের দায়িত্বে ছিলেন হান্স ফ্লিক। ম্যাচে স্কোরশিটে নাম তুলেছিলেন লিওয়ানডস্কি। চার বছর পর দুই প্রাক্তনীর কাছেই বশ মানল ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। তবে এদিন বার্সার জয়ের নায়ক রাফিনহা। ব্রাজিলিয়ান তারকার গতির কাছে রীতিমতো অসহায় দেখাল আলফান্সো ডেভিস, উপামেকানোদের। ম্যাচের প্রথম মিনিটেই জাঁল কাঁপান রাফিনহা। মাঝমাঠ থেকে ‌ফারমিন লোপেজের পাস ধরে দ্রুত গতিতে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি (১-০)।
ম্যাচে পিছিয়ে পড়েই পাল্টা আক্রমণে চাপ বাড়ায় বায়ার্ন। এই পর্বে বার্সা ডিফেন্সকে বেশ নড়বড়ে দেখায়। ১০ মিনিটে হ্যারি কেনের গোল অফ-সাইডের করেণে বাতিল হলেও, ৮ মিনিট বাদেই তাঁর লক্ষ্যভেদেই ম্যাচে ফেরে বায়ার্ন (১-১)। লিড নিয়ে তা হাতছাড়া হতেই গা ঝাড়া দেয় বার্সা। ইয়ামাল, লোপেজের মতো তরুণ তুর্কিদের দুরন্ত ফুটবল দক্ষতার কাছে বেশ অসহায় দেখায় মুলার, নাব্রিদের। ৩৬ মিনিটে আরও একবার লোপেজের সাজিয়ে দেওয়া পাস থেকেই বার্সাকে ফের এগিয়ে দেন লিওয়ানডস্কি (২-১)। প্রাক্তন দলের বিরুদ্ধে জাল কাঁপিয়ে অবশ্য কোনওরকম সেলিব্রেশন করেননি পোলিশ স্ট্রাইকার। প্রথমার্ধের শেষলগ্নে ব্যবধান বাড়ান রাফিনহা। এবার মার্ক কাসাডোর ভাসানো বল ধরে একক দক্ষতায় বায়ার্নের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল কাঁপান তিনি (৩-১)। আর বিরতির পরই হ্যাটট্রিক সেরে ফেলেন ব্রাজিলিয়ান উইঙ্গারটি। লামিনে ইয়ামালের পাস ধরে এবারও গতি বাড়িয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদে ভুল হয়নি তাঁর (৪-১)।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা