বিনোদন

বায়োপিক হলে কোন অভিনেতাকে তাঁর চরিত্রে পছন্দ জানালেন ওলিম্পিক্সে দু’বারের পদক জয়ী নীরজ চোপড়া

মুম্বই, ২৩ অক্টোবর: বলিউডে বায়োপিক তৈরির ক্ষেত্রে খেলার দুনিয়ার সঙ্গে যোগ বহুদিনের। তা সে মহেন্দ্র সিং ধোনিই হোক, মিলখা সিং, মহম্মদ আজহারউদ্দিন বা মেরী কম। এবার সেই তালিকায় আরও একটি নাম সংযোজন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটা হল ওলিম্পিক্সে দু’বার পদক জিতে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নাম। অন্তত সমাজ মাধ্যমে নজর রাখলেই এমনই নানা পোস্ট চোখে পড়ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপদানের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছেন খোদ নীরজই। সেখানে জ্যাভলিন তারকা নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, বায়োপিকে তাঁর চরিত্রে কোন অভিনেতাকে পছন্দ সেটাও। যদিও তাঁকে বায়োপিকের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে নীরজ  জানিয়েছেন, এখনও এই ব্যাপারে সঠিক সময় আসেনি। নীরজ বলেন, আমি মনে করি একজন খেলোয়াড় অবসর গ্রহণ করার পরই তাঁর বায়োপিক তৈরি করা উচিত। আমরা বিভিন্ন খেলোয়াড়ের মাইলস্টোনের উপরে বায়োপিক দেখেছি। তবে আমি মনে করি দেশের জন্য যত বেশি পদক জেতা সম্ভব হবে ততই ভাল। অবসর গ্রহণের পর যদি বায়োপিক তৈরি হয় তাহলে তার একটা আলাদা গুরুত্ব থাকে। কারণ গল্পের মধ্যে আরও বেশি মশলা থাকবে।
এরপরই বায়োপিকে বলিউডের কোনও অভিনেতাকে তাঁর চরিত্রে দেখতে চান সেই বিষয়ে জানতে চাওয়া হয়। নীরজ বলেন, আমার চরিত্রে সেইসময় কাকে ফিট করবে সেটা এখনই বলতে পারব না। তবে আমার ইচ্ছে যে চরিত্রটা রণদীপ হুডাই করুক। এই প্রসঙ্গে নীরাজ জানিয়েছেন, রণদীপ একজন বড় মাপের অভিনেতা। তিনি হরিয়ানা থেকে এসেছেন। আমার মনে হয়, যে এই ছবিতে অভিনয় করবেন তিনি যেন আমার ভাষাটা সাবলিলভাবে বলতে পারেন। নিজে কখনও অভিনয় জগতে পা রাখার কথা ভেবেছেন কিনা জানতে চাইলে নীরজ বলেন, ‘সিনেমায় অভিনয় করা অত্যন্ত কঠিন বিষয়। আমি অভিনয়ে একেবারেই স্বচ্ছ্বন্দ্য নই। তবে ছোটখাট বিজ্ঞাপন করতে পারি।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা