খেলা

টি-২০’তে ৩৪৪ রান, রেকর্ড গড়ল জিম্বাবোয়ে

নাইরোবি: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নজির জিম্বাবোয়ের। দুর্বল গাম্বিয়ার বিরুদ্ধে বুধবার সর্বাধিক রানের রেকর্ড গড়ল তারা। টি-২০ বিশ্বকাপের আফ্রিকা পর্বের যোগ্যতা অর্জনের ম্যাচে চার উইকেটে ৩৪৪ রান তুলল জিম্বাবোয়ে। গত বছর হাংঝউতে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের (৩১৪-৩) স্কোরকে টপকে গেল তারা। তালিকার তিনে রয়েছে ভারত। কিছুদিন আগে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ছয় উইকেটে ২৯৭ তুলেছিল টিম ইন্ডিয়া। তবে টেস্ট খেলিয়ে দেশের মধ্যে টি-২০ ক্রিকেটে প্রথম তিনশো রান টপকে গেল জিম্বাবোয়েই।
রুআরাকা স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবোয়ের ইতিহাস গড়ায় বড় অবদান থাকল অধিনায়ক সিকন্দার রাজার। ৪৩ বলে ১৫টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ১৩৩ রানে অপরাজিত তিনি। শতরানে পৌঁছতে সিকান্দার নেন ৩৩ বল। এই ফরম্যাটে এটাই জিম্বাবোয়ের কোনও ব্যাটারের প্রথম সেঞ্চুরি। তাঁর ১৫ ছক্কা অবশ্য এই ফরম্যাটে বিশ্বরেকর্ড নয়। সাইপ্রাসের বিরুদ্ধে এস্তোনিয়ার সাহিল চৌহানে মেরেছেন ১৮টি ছক্কা।
রান পান মারুমানি (৬২), ক্লাইভ মাদান্দে (অপরাজিত ৫৩), ব্রিয়ান বেনেটরা (৫০)। গাম্বিায়ার মুসা জোবারতেহ চার ওভারে ৯৩ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েন। এর আগে শ্রীলঙ্কার কাসুন রাজিথা ৪ ওভারে সর্বাধিক ৭৫ রান দিয়েছিলেন। সার্বিকভাবে জিম্বাবোয়ে ইনিংসে রয়েছে ২৭ ছক্কা ও ৩০ বাউন্ডারি। জবাবে ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে দাঁড়ি পড়ে গাম্বিয়ার ইনিংসে। ব্রেন্ডন মাভুতা (৩-১০), রিচার্ড এনগারাভা (৩-১৩) ভাঙেন বিপক্ষকে। গাম্বিয়ার মাত্র একজনই দুই অঙ্কের রানে পৌঁছন। ইনিংসের সর্বাধিক স্কোর শ্রীযুক্ত অতিরিক্তের (১৪)।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা