খেলা

বেতনেও রেকর্ড মেসির

 

নিউ ইয়র্ক: লায়োনেল মেসি ও রেকর্ড, দুটো যেন সমার্থক। সে মাঠে হোক বা বাইরে। ২০২৩ সালে প্যারিস ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর বর্তমান দল ইন্তার মায়ামি। সম্প্রতি, এমএলএসের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী,আমেরিকার সবচেয়ে দামি ফুটবলার মেসি। শুধু তাই নয়, বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার অধিনায়কের পারিশ্রমিক হার মানিয়েছে লিগের বাকি ২২টি দলের পুরো বেতনকেও। অর্থাৎ, দল গড়তে ওই ক্লাবগুলি মোট যত অর্থ ব্যয় করেছে, মেসির একার বেতন তার থেকে বেশি। উল্লেখ্য, টরেন্টোর মোট খরচ ৩১.৮ মিলিয়ান মার্কিন ডলার। লস অ্যাঞ্জেলস এফসি ব্যয় করেছে ২২.১ মিলিয়ান মার্কিন ডলার। 
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইন্তার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে এলএমটেনের। প্রতি বছর তিনি বেতন বাবদ পান ৪১.৭ মিলিয়ান মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে বেতন হল ৮৭ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)। বাকি অর্থ তিনি পান বানিজ্যিক বোনাস, এজেন্টের বেতন, ক্লাবের লভ্যাংশ ইত্যাদি থেকে। তবে এটা অস্বীকারের জায়গা নেই, মেসি ইন্তার মায়ামিতে সই করার পর ক্লাবের সাফল্যের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী।  লিগ কাপ জয়ের পাশাপাশি এই মুহূর্তে মেজর লিগের গ্রুপ টেবিলে শীর্ষে রয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাব। সম্প্রতি চোট সারিয়ে ফিরে হ্যাটট্রিকের জাদু দেখিয়েছেন ৩৬ বছরের মহাতারকা। ২০২৬ সালে ক্লাব বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করেছে মায়ামির ক্লাবটি। তবে এখন প্রশ্ন, লিও মেসি কি ইন্তার মায়ামির জার্সিতে ক্লাব বিশ্বকাপ খেলবেন? এমনিতে তার সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে ক্লাবের। তবে আরও এক বছর মেয়াদ বাড়ানো ক্লজ রয়েছে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা