খেলা

হায়দরাবাদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী মহমেডান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালো খেলেও পয়েন্ট খোয়ানো! এগিয়ে থেকেও ম্যাচ হারা! শেষ মুহূর্তে কীভাবে গোল খেতে হয়, তার জ্বলন্ত উদাহরণ মহমেডান স্পোর্টিং। দলের পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে ক্লাব কর্তাদের লজ্জা বাড়াচ্ছেন সমর্থকরাও। কিশোর ভারতীতে গত ম্যাচে বোতল, জুতো ছুড়ে বীরত্ব ফলিয়েছেন তাঁরা। যার জেরে রেড রোডের পাশের ক্লাবকে গুনতে হয়েছে মোটা জরিমানা। এমন পরিস্থিতিতে শনিবার ঘরের মাঠে হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে সাদা-কালো ব্রিগেড। যেনতেনপ্রকারেণ জয়ে ফিরতে মরিয়া মহমেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। সেই সঙ্গে সমর্থকদেরও সংযত থাকার বার্তা দিলেন তিনি। কারণ, কেরল ব্লাস্টার্সের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আগামী দিনে ফাঁকা গ্যালারিতেই খেলতে হবে শতাব্দীপ্রাচীন ক্লাবকে। কড়া হচ্ছে প্রশাসনও।
শনিবার এগারো বনাম বারো নম্বর দলের খেলা। পাঁচ ম্যাচে একটি জিতেছে মহমেডান। হায়দরাবাদ এখনও জয়ের খোঁজে। সেই নিরিখে অপেক্ষাকৃত দুর্বল টিমকে হারানো উচিত সাদা-কালো ব্রিগেডের। তবে শেষ মুহূর্তে গোল হজমের রোগ সারাতে হবে। পাশাপাশি বিপক্ষ রক্ষণ দ্রুত ভাঙা প্রয়োজন। এই প্রসঙ্গে কোচ চেরনিশভের মম্তব্য, ‘ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছি। এই সমস্যা দ্রুত মেটানোর ব্যাপারে আশাবাদী।’ চোটের কারণে নেই ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই। তাঁর জায়গায় খেলবেন ফরাসি ফুটবলার ফ্লোরেন্ট ওগিয়ার। পক্ষান্তরে, কিশোর ভারতীর ছোট স্টেডিয়ামে বিপজ্জনক হয়ে উঠতে পারে হায়দরাবাদও। গতির বিস্ফোরণে মহমেডানের ডিফেন্ডারদের সমস্যায় ফেলতে পারেন রামলুচুঙ্গা ও আব্দুল রবিরা। থংবই সিংটো পোড়খাওয়া কোচ। সীমিত সামর্থ্যেও লড়তে জানেন। মহমেডানের কাসিমভ আর আলেক্সিসের জন্য জোনাল মার্কিং থাকছে। প্রতি-আক্রমণে লক্ষ্যভেদ করতে পারলে রক্ষণে তালা বন্ধ করে দেবেন সিংটো।
কিশোর ভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা