খেলা

সিরিজ জেতার সুবর্ণ সুযোগ: স্যান্টনার

পুনে: জয়ের গন্ধ পাচ্ছে নিউজিল্যান্ড। শুধু টেস্টই নয়, ভারতে প্রথমবার সিরিজ জেতার সামনে তারা। কিউয়িদের দাপটের নেপথ্যে বড় ভূমিকা বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনারের। তাঁর সাত উইকেটই কোণঠাসা করে দেয় টিম ইন্ডিয়াকে। ৩২ বছর বয়সির গলায় সেই তৃপ্তি স্পষ্ট, ‘চলতি টেস্ট জিতে সিরিজ দখলের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। আর সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারাটা দুর্দান্ত অনুভূতি।’
কেরিয়ারে মোট ২৯ টেস্টে এটাই স্যান্টনারের প্রথম পাঁচ উইকেট। ভারতের প্রথম ইনিংসে ৫৩ রানের বিনিময়ে একাই ঝুলিতে ভরেছেন সাতটি শিকার। যার মধ্যে বিরাট কোহলির উইকেট পেয়ে সবচেয়ে বিশে উচ্ছ্বসিত তিনি। স্যান্টনার বলেছেন, ‘কোহলিকে ফুলটসে ওভাবে বোল্ড হতে দেখে আমি নিজেই চমকে গিয়েছি। ওটা স্লোয়ার ডেলিভারি ছিল। গতির হেরফেরই কাজে এসেছে।’ বৃহস্পতিবার ভারতের ওয়াশিংটন সুন্দরের বোলিং থেকে শিক্ষা নেওয়ার কথাও শুনিয়েছেন তিনি। স্যান্টনারের মতে, ‘বলের সঠিক গতি কী হতে পারে তা নিয়ে পরীক্ষা করে গিয়েছি। ঘণ্টায় ৯০ কিমিতে বল রাখার চেষ্টা করেছিলাম। পরের দিকে গতি কমিয়েছি। আসলে ম্যাচ যত গড়িয়েছে বল তত ঘুরেছে। ফলে সঠিক জায়গায় বল রাখা জরুরি ছিল। চেষ্টা করেছি ক্রিজকে কাজে লাগাতে, বিভিন্ন অ্যাঙ্গেলে বল রাখতে। দেখেছি ওয়াশিংটন কীভাবে ক্রিজের দূর প্রান্ত থেকে বল করেছে। আমিও সেই চেষ্টা করেছি।’
এদেশে বোলিং উপভোগ করেন স্যান্টনার। তা ফুটে উঠেছে তাঁর কথায়। শুক্রবার সকালে চার উইকেট নেওয়ার পর দুপুরের সেশনে দখল করেন আরও তিনটি। ভারতের মাটিতে টেস্টের কোনও ইনিংসে স্যান্টনারের এই সাত উইকেট তালিকায় দ্বিতীয় সেরা। তিন বছর আগে ওয়াংখেড়েতে আজাজ প্যাটেল ভারতের বিরুদ্ধে ইনিংসের দশটি উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া স্যান্টনার বলেছেন, ‘আমাদের দেশে বল ঘোরে না। এখানে স্পিনারদের জন্য সহায়তা থাকে। সেজন্যই ভালো লাগে। এই ধরনের পিচে ব্যাটিং মোটেই সহজ নয়। ভারতের দ্বিতীয় ইনিংসে আমাদের শুধু নিশানায় অবিচল থাকতে হবে।’
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা