দেশ

ইয়েচুরি-বুদ্ধদেবের স্মরণে শোক প্রস্তাব আরএসএসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মতাদর্শ গতভাবে দুটি সংগঠন বাস্তবে ভিন্ন মেরুর। দেশের বিভিন্ন প্রান্তে আরএসএস এবং সিপিএমের মধ্যে ধারাবাহিক সংঘর্ষ-বিবাদ লেগেই। সেই আবহে এবার আরএসএস সৌজন্যের নজির রাখল। শুক্রবার মথুরায় বসেছে সঙ্ঘের সর্বভারতীয় শীর্ষ পদাধিকারী বৈঠক। এদিন সভার শুরুতে ‘জাতশত্রু’ সিপিএমের দুই শীর্ষ প্রয়াত নেতার স্মরণে শোক প্রস্তাব নিল আরএসএস। সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে সদ্য প্রয়াত সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি এই প্রস্তাব আনা হয়। যুযুধান দুই পক্ষের মধ্যে এই সৌজন্যের নজির রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা, ইয়েচুরির রাজ্য কেরলে সিপিএম-আরএসএস কর্মীদের মধ্যে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ আজও সমানতালে জারি রয়েছে। পাশাপাশি গেরুয়া অক্ষের প্রতিনিধিদের অভিযোগ, আরএসএস-বিজেপি কর্মীদের উপর সিপিএমের ৩৪ বছর লাগাতার অত্যাচার চলেছে। তার জেরেই পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারেনি। স্বভাবতই বাম ঘেঁষা দুই রাজ্যের লালপার্টির সাংগঠনিক ও প্রশাসনিক শীর্ষ দুই নেতার প্রয়ানে আরএসএসের আনা শোক প্রস্তাব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, আগামী বছর আরএসএসের ১০০ বছর পূর্তি হতে চলেছে। এদিনের বৈঠকে শতবর্ষ উদযাপনে সঙ্ঘের তরফে একাধিক সিদ্ধান্ত হতে চলেছে। আজ, শনিবার জাতীয় পর্যায়ের এই বৈঠকের শেষদিন। বিজেপি, ভিএইচপি-সহ সমস্ত শাখা সংগঠনের সর্বোচ্চ পদাধিকীরা এই বৈঠকে হাজির রয়েছেন।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা