দেশ

গোরক্ষপুরের পর মথুরা, সঙ্ঘপ্রধানের সঙ্গে যোগীর আলোচনা ঘিরে চর্চা বিজেপির অন্দরে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যোগী আদিত্যনাথথের সঙ্গে মোহন ভাগবতের কী কথা হল? জানতে পারছে না বিজেপি শীর্ষ স্তরও। আর তাই বাড়ছে আগ্রহ এবং অস্বস্তি। শুক্রবার থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দু’দিনের কর্মসমিতির বৈঠক। মথুরার ওই বৈঠকে একঝাঁক সমকালীন ইস্যুতে আলোচানয় বসেছেন আরএসএস কর্তারা। অন্যতম ইস্যু হল, সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ। আরএসএস সূত্রে জানা যাচ্ছে, সঙ্ঘ মনে করে বর্তমানে সোস্যাল মিডিয়ার প্রভাব শিশু কিশোরদের উপর বিরূপভাবে পড়ছে। আর প্রজন্মগত একটি সঙ্কটের জন্ম হচ্ছে। বস্তুত স্মার্ট ফোন এবং সোস্যাল মিডিয়ার প্রভাবে শৈশব এবং কৈশোর বলে কিছু আর থাকছে না। এই সঙ্কট থেকে সমাজকে রক্ষা করার দরকার। আর সেটা শুধুই প্রচার করে হবে না। সরাসরি সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। আইন প্রয়োজন। তাই সোস্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে কীভাবে শিশু কিশোরকে রক্ষা করা যায় সেটাই হবে অন্যতম আলোচ্য। এরপর আগামী দিনে একটি রিপোর্ট তৈরি করে সরকারকে প্রস্তাব ও সুপারিশ আকারে দেওয়াও হতে পারে। যদিও আনুষ্ঠানিক সেই সুপারিশ না করেও সঙ্ঘ সরাসরি সরকারকে পরোক্ষে নির্দেশিকা দিতে পারে। 
অতএব শুধুমাত্র ধর্ম নয়। সমাজের নিয়ন্ত্রণেও সঙ্ঘ সক্রিয় হচ্ছে। এই ইস্যুর পাশাপাশি সমকালীন রাজনীতি এবং সংঘ ও বিজেপির আগামী দিনের রাজনৈতিক যাত্রার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। কিন্তু সবথেকে বড় যে প্রশ্ন উঠে এসেছে সেটি হল, শুক্রবার শুরু হওয়া এই বৈঠকের প্রাক্কালে মঙ্গলবারই মথুরায় পৌঁছে যাওয়া সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হঠাৎ বৈঠক। দলীয়ভাবেও কেউ জানতেন না যে এই বৈঠক হবে। এর আগে গোরক্ষপুরে যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেছিলেন মোহন ভাগবত। আবার মথুরায় সাক্ষাৎ কেন? যোগী আদিত্যনাথই কি ক্রমেই সঙ্ঘের পছন্দের রাজনৈতিক নেতা হয়ে উঠছেন?
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা