রাজ্য

সাজার মেয়াদ উত্তীর্ণ বিদেশিদের জন্য তৈরি হচ্ছে নয়া সেফ হোম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাজার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও একাধিক কারণে বহু বিদেশি বন্দিকে জেলেই থাকতে হয়। বিনা দোষে জেল বন্দি থাকাটা মানবাধিকার লঙ্ঘনের শামিল! সেকথা মাথায় রেখেই এবার এই সব সাজার মেয়াদ শেষ হওয়া বা বিচার প্রক্রিয়া শেষে মুক্ত বিদেশিদের জন্য রাজ্যে তৈরি হচ্ছে ‘সেফ হোম’। এছাড়াও বর্তমানে রাজ্যের জেলগুলিতে ভিড় বহুল পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি হচ্ছে আরও নতুন তিনটি নয়া সংশোধনাগার। সম্প্রতি রাজ্য কারা দপ্তরের তরফে কলকাতা হাইকোর্টে পেশ করা একটি রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। নয়া ওই তিনটি সংশোধনাগার তৈরির কাজ অনেক দুর এগিয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই প্রথম শুধুমাত্র মুক্ত বিদেশি বন্দিদের জন্য কোনও সেফ হোম তৈরি হচ্ছে রাজ্যে। বিশেষ করে অনুপ্রবেশের দায়ে ধৃত বাংলাদেশি এবং মায়ানমারের রোহিঙ্গাদের জন্যই এই সেফ হোম তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। 
গোটা দেশের সংশোধনাগারগুলিতে ভিড় বহুল পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সমস্ত হাইকোর্টগুলিকে স্বতঃপ্রণোদিত মামলার রুজু করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মত রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি যাচাই করতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে হাইকোর্ট। সেই মামলাতেই রাজ্য কারা দপ্তরের তরফে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর জয়ন্তীপুর মৌজায় সাজার মেয়াদ শেষ হওয়া মুক্ত বিদেশিদের জন্য ওই সেফ হোম তৈরি করা হবে। ইতিমধ্যেই জমিও চিহ্নিত হয়ে গিয়েছে। জল ও বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ।  এছাড়াও মালদহের চাঁচলে গড়ে উঠছে অপর একটি সংশোধনাগার। যার জন্য মোট খরচ পড়বে ৩৫ কোটি ৪৯ লক্ষ ২৭ হাজার ১৭১ টাকা। ইতিমধ্যেই এই সংশোধনাগারের সিভিল পার্ট তৈরির কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সংযোগ মিললেই সংশোধনাগার চালু হয়ে যাবে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে তৈরি হচ্ছে আরও একটি। খরচ পড়বে ২৭ কোটি ৯৮ লক্ষ ৪৮ হাজার ৫৬৮ টাকা। এই সংশোধনাগারের ৮০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে বলে রিপোর্টে জানান হয়েছে। এই পর্বেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে গড়ে উঠছে আরও একটি নতুন সংশোধনাগার। এইসব সংশোধনাগার তৈরির জন্য আপাতত জমি চিহ্নিত করা হয়েছে বলে কারা দপ্তরের তরফে পেশ করা ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হাইকোর্টের তরফে দায়ের করা স্বতঃপ্রণোদিত এই মামলায় নিযুক্ত আদালত বান্ধব তথা আইনজীবী তাপস ভঞ্জ জানিয়েছেন, এই নয়া সংশোধনাগারগুলি তৈরি হলে কিছুটা সুরাহা হবে।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা