রাজ্য

ডুয়ার্সে হাতি মৃত্যুর ঘটনায় মামলা দায়ের পরিবেশ আদালতের

সংবাদদাতা, আলিপুরদুয়ার: সম্প্রতি পণ্যবাহী ট্রেনের ধাক্কায় রাজাভাতখাওয়ায় বেঘোরে দুই শাবক সহ তিনটি হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার দেশের পরিবেশ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। পরিবেশ আদালতের এই মামলা নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে। ২০০৮ সালে বানারহাটের কাছে মরাঘাট এলাকায় ট্রেনের ধাক্কায় একসঙ্গে সাত সাতটি হাতির মৃত্যু হয়েছিল। ঘটনার সময় তৎকালীন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ ঘটনাস্থলে এসেছিলেন। সেখান থেকেই তিনি রেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মামলা করার কথা জানিয়েছিলেন। পরে আর সেই মামলা হয়নি। কিন্তু সোমবার রাজাভাতখাওয়ায় মালগাড়ির ধাক্কায় তিনটি হাতির মৃত্যুতে দেশের পরিবেশ আদালত এই প্রথম স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল। পরিবেশ আদালত এই মামলায় বনদপ্তরের সঙ্গে যুক্ত করেছে রাজ্য সরকারের আরও কয়েকটি দপ্তরকে। যুক্ত করা হয়েছে রেলকেও। পরিবেশ আদালতে এই মামলার শুনানি ধার্য হয়েছে আগামী ২ জানুয়ারি। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, পরিবেশ আদালতের মামলার নথি এখনও আমাদের হাতে পৌঁছয়নি। ফলে এনিয়ে আগাম মন্তব্য করা একেবারেই ঠিক হবে না। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, দেশের পরিবেশ আদালতের এই মামলার কথা জানি।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা