রাজ্য

৭৫০০ নিয়োগ পঞ্চায়েতে,  প্রক্রিয়া শুরু পুজোর আগেই

প্রীতেশ বসু, কলকাতা: সদ্য মিটেছে পঞ্চায়েত ভোট। তারপরই পঞ্চায়েতের ত্রিস্তরে শূন্যপদ পূরণে উদ্যোগী হল রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৭,৫০০ শূন্যপদ পূরণের তোড়জোড় শুরু হয়েছে। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, গ্রামোন্নয়নের নানাবিধ কাজ মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে এই শূন্যপদ পূরণ জরুরি। তাই রাজ্য প্রশাসনের শীর্ষমহল ইতিমধ্যে এই নিয়োগের জন্য নীতিগত সম্মতি দিয়েছে। পরবর্তী ধাপে মন্ত্রিসভা এবং অর্থদপ্তরের সম্মতি মিললেই সংশ্লিষ্ট পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ বিজ্ঞপ্তি জারি করবে। এই প্রক্রিয়া দুর্গাপুজোর আগেই শুরু হয়ে যাবে বলে মনে করছেন সরকারি কর্তারা। পঞ্চায়েতের তিন স্তরে এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সচিব, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার সহ বিভিন্ন পদে নিয়োগ হবে। 
গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে নবান্ন তথা পঞ্চায়েত দপ্তর। সম্প্রতি জেলাস্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পুনর্গঠনের নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন কমিটিতে কোনও জনপ্রতিনিধি থাকবেন না। সেই সঙ্গে সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতি- নির্ভর হতে চাইছে রাজ্য সরকার। তাই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এই পোর্টালে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দিতে হবে। চাকরিপ্রার্থীদের নাম ওটিপি ভিত্তিক রেজিস্ট্রেশনের মাধ্যমে পোর্টালে নথিভুক্ত করাতে হবে। তারপরই তাঁরা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষার ফলাফল থেকে শুরু করে ইন্টারভিউতে নির্বাচিত প্রার্থীদের নাম সহ যাবতীয় তথ্য তুলে দিতে হবে এই পোর্টালে। দুর্গাপুজোর আগে পোর্টালটি তৈরি হয়ে যাবে বলে খবর। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘মানুষের স্বার্থ বজায় রাখাই আমাদের কাজ। কর্মী সংখ্যা বাড়লে সাধারণ মানুষ আরও ভালো পরিষেবা পাবে।’ প্রসঙ্গত, মে মাসে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শূন্যপদগুলি পূরণের জন্য আধিকারিকদের তৎপর হতে নির্দেশ দিয়েছিলেন। 
12Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা