বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

শুক্রবারের সান্ধ্য আকাশে হঠাত্ই একফালি চাঁদের নীচে দেখা গেল ছোট্ট উজ্জ্বল বিন্দু। এই মহজাগতিক দৃশ্য দেখতে মানুষের মধ্যে উত্সাহ ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। ওই উজ্জ্বল বিন্দুর পিছনে রহস্যটা কী? মহাকাশ বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি বললেন, ‘ওই বিন্দুটি শুক্র গ্রহ। এদিন চাঁদ কিছুক্ষণের জন্য শুক্রকে ঢাকা দিয়ে দিয়েছিল। কলকাতায় ৪টে ৪৩ থেকে ৬টা ৮ মিনিট পর্যন্ত চাঁদের পিছনে চলে গিয়েছিল শুক্র গ্রহ। তারপর তা ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। তখনই ওই দৃশ্য দেখা গিয়েছিল।’

মাড়গ্রামে দুই তৃণমূল কর্মী 
খুনে গ্রেপ্তার কংগ্রেসের ৬ জন

সংবাদদাতা, রামপুরহাট: ফের কি আরও একটা বগটুই ঘটতে চলেছে! শনিবার গোটা রাত এই আশঙ্কায় প্রহর গুনেছে মাড়গ্রাম। দু’টি গ্রামের দূরত্ব মেরেকেটে ৫ কিলোমিটার। বগটুইয়ের মতো এখানেও শনিবার বোমার আঘাতে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে দুই তৃণমূল কর্মীকে। তারপরই গতবছর ২১ মার্চের স্মৃতি ফিরে এসেছিল মানুষের মনে। যদিও বগটুইয়ের ঘটনার পুনরাবৃত্তি রুখতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিস। জানা গিয়েছে, শনিবার রাতে গ্রামের ধূলফেলা মোড়ে তৃণমূল কর্মী লেবেল শেখের সঙ্গে কংগ্রেসের আইনাল শেখের বচসা হয়। সেই সময় লেবেলকে দেখে নেওয়ার হুমকি দেন আইনাল। জানতে পেরে মাড়গ্রাম ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা ভুট্টু শেখের ভাই লাল্টু শেখ ও ছায়াসঙ্গী নিউটন শেখ আইনালের বাড়িতে প্রতিবাদ জানাতে যান। মোড়ে উপস্থিত প্রধান তাঁদের যেতে নিষেধ করেন। সেই আপত্তি অগ্রাহ্য করে লাল্টু ও নিউটন আইনালের বাড়িতে যান। সেখানে কথা কাটাকাটি হতেই তাঁদের লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা মারা হয় বলে অভিযোগ। শনিবার রাতেই রামপুরহাট মেডিক্যালে মৃত্যু হয় নিউটনের। অন্যদিকে, রবিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে মারা যান লাল্টু। নিউটনের মৃত্যুর পর রাতেই জনরোষ আছড়ে পড়ে জহিরের বাড়িতে। অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের নেতা, কর্মী মিলিয়ে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। শনিবার রাতেই পুলিস রামপুরহাট থেকে সুজাউদ্দিন ও তাঁর দুই ছেলে লাকি ও বাপিকে গ্রেপ্তার করেছিল। পরে গ্রেপ্তার হয় কংগ্রেস কর্মী গাব্বার শেখ, আকবর শেখ ও ছট্টু মাল। জহির সহ বাকিরা ফেরার। পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ঘটনায় যুক্ত বাকিদের ধরতে তল্লাশি জারি রয়েছে। যদিও রবিবারই নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে সরিয়ে জেলার সুপার পদে ভাস্কর মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়।

6th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ