রাজ্য

মাড়গ্রামে দুই তৃণমূল কর্মী 
খুনে গ্রেপ্তার কংগ্রেসের ৬ জন

সংবাদদাতা, রামপুরহাট: ফের কি আরও একটা বগটুই ঘটতে চলেছে! শনিবার গোটা রাত এই আশঙ্কায় প্রহর গুনেছে মাড়গ্রাম। দু’টি গ্রামের দূরত্ব মেরেকেটে ৫ কিলোমিটার। বগটুইয়ের মতো এখানেও শনিবার বোমার আঘাতে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে দুই তৃণমূল কর্মীকে। তারপরই গতবছর ২১ মার্চের স্মৃতি ফিরে এসেছিল মানুষের মনে। যদিও বগটুইয়ের ঘটনার পুনরাবৃত্তি রুখতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিস। জানা গিয়েছে, শনিবার রাতে গ্রামের ধূলফেলা মোড়ে তৃণমূল কর্মী লেবেল শেখের সঙ্গে কংগ্রেসের আইনাল শেখের বচসা হয়। সেই সময় লেবেলকে দেখে নেওয়ার হুমকি দেন আইনাল। জানতে পেরে মাড়গ্রাম ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা ভুট্টু শেখের ভাই লাল্টু শেখ ও ছায়াসঙ্গী নিউটন শেখ আইনালের বাড়িতে প্রতিবাদ জানাতে যান। মোড়ে উপস্থিত প্রধান তাঁদের যেতে নিষেধ করেন। সেই আপত্তি অগ্রাহ্য করে লাল্টু ও নিউটন আইনালের বাড়িতে যান। সেখানে কথা কাটাকাটি হতেই তাঁদের লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা মারা হয় বলে অভিযোগ। শনিবার রাতেই রামপুরহাট মেডিক্যালে মৃত্যু হয় নিউটনের। অন্যদিকে, রবিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে মারা যান লাল্টু। নিউটনের মৃত্যুর পর রাতেই জনরোষ আছড়ে পড়ে জহিরের বাড়িতে। অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের নেতা, কর্মী মিলিয়ে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। শনিবার রাতেই পুলিস রামপুরহাট থেকে সুজাউদ্দিন ও তাঁর দুই ছেলে লাকি ও বাপিকে গ্রেপ্তার করেছিল। পরে গ্রেপ্তার হয় কংগ্রেস কর্মী গাব্বার শেখ, আকবর শেখ ও ছট্টু মাল। জহির সহ বাকিরা ফেরার। পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ঘটনায় যুক্ত বাকিদের ধরতে তল্লাশি জারি রয়েছে। যদিও রবিবারই নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে সরিয়ে জেলার সুপার পদে ভাস্কর মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়।
17Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা