কলকাতা

বারাসতে তারকাখচিত প্রচারে ঝড় তুলল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর একদিন পরেই ভোট বারাসত লোকসভা কেন্দ্রে। তার আগে বুধবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে এলেন একঝাঁক তারকা। হাবড়ায় তৃণমূলের রোড শোয় ছিলেন অভিনেত্রী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়, অশোকনগরে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, বনি ও কৌশানি। তাঁর সমর্থনে মধ্যমগ্রামে রোড শো করেন বলিউড অভিনেত্রী মন্দাকিনী। প্রতিটি কর্মসূচিতেই ছিল উপচে পড়া ভিড়।
বুধবার বিকেলে মধ্যমগ্রামের দিকবেড়িয়ায় কাকলিদেবীর বাড়ির সামনে থেকে রোড শো করেন মন্দাকিনী। হুডখোলা গাড়িতে ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অভিনেত্রীর ছবি তোলার হিড়িক পড়ে যায় অনেকের মধ্যে। ব্রাত্য বলেন, ‘বাংলাজুড়ে সবুজ ঝড় চলছে। প্রধানমন্ত্রী বাংলায় এসে ভিত্তিহীন কথা বলছেন। বিভাজনের রাজনীতি করছেন। গেরুয়া রেমাল মাঝপথেই দিশেহারা।’ মন্দাকিনী বলেন, ‘বাংলায় আমি আগেও প্রচারে এসেছি। বাংলা আমার প্রিয় জায়গা। আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নই। তবুও ভালো মানুষদের প্রচারে আসতে ভালো লাগে।’ হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে শুরু হয় তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে অভিনেত্রী শতাব্দী রায় এবং শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত ছিলেন। হাবড়ার জয়গাছিতে শেষ হয় রোড শো। অশোকনগরে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড শো করেন টলিউডের একঝাঁক অভিনেতা এবং অভিনেত্রী। হরিপুর মাঠ থেকে শুরু হয় মিছিল। ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, বনি ও কৌশানি। তাঁদের সঙ্গে ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। ডঙ্কা, কাঁসর নিয়ে 
শামিল হয়েছিলেন মতুয়ারাও। নারায়ণবাবু বলেন, ‘মানুষের এই উপস্থিতি দেখলে বিজেপির ভিতরটা শুকিয়ে যাবে।’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা