কলকাতা

প্রচারের শেষলগ্নে এবার ভাঙড়ই ‘পাখির চোখ’ সায়নী ও সৃজনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: প্রচারের শেষ লগ্নে যাদবপুর লোকসভা কেন্দ্রে কার্যত দাপিয়ে বেড়ালেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন তাঁর সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসেন। এর মধ্যেই সায়নী ভাঙড়ের বেনতা এলাকায় জনসংযোগ সারেন। বলেন, ‘এটাই আমার ভাঙড়ে শেষ প্রচার।’ প্রচারের মাঝে গৌর-নিতাইকে নিয়ে তিনি গানও শোনান। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লাঙলবেড়িয়া অঞ্চলে খানিকটা হেঁটে খানিকটা টোটোতে চেপে জনসংযোগ সারেন তিনি। রাজপুর-সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডেও প্রচার চালান। 
এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও এদিন সকালে ভাঙড়ের পদ্মপুকুরে জনসংযোগ করেন। দুপুরে নেতাজিনগরে একটি জনসভায় যোগ দেন। সেখানে সৃজনের সমর্থনে বক্তব্য রাখেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ, দীপ্সিতা ধর, অভিনেতা বাদশা মৈত্র সহ আরও অনেকে। এরপর তিনি যাদবপুরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে তাঁর ১৮ দফা পরিকল্পনার কথা ঘোষণা করেন। বারুইপুরে জেলা সদর তৈরি, মহকুমা হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর, চাম্পাহাটি ফ্লাইওভার, গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ, গণপরিবহণ বৃদ্ধি, ভাঙড় ও সুভাষগ্রামে আধুনিক হাসপাতাল, বারুইপুরে কোল্ড স্টোরেজ, ভাঙড়ে জলাভূমি রক্ষা, লেদার কমপ্লেক্সে বিনিয়োগ বৃদ্ধি সহ একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। সন্ধ্যায় বিজয়গড়ে সৃজনের সমর্থনে বক্তব্য রাখেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।  এই কেন্দ্রের এসইউসিআই প্রার্থী কল্পনা নস্কর দত্তের সমর্থনে বারুইপুর রেল মাঠে বিকেলে একটি জনসভা হয়। সেখানে বক্তব্য রাখেন এসইউসিআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শংকর ঘোষ। সকালে টালিগঞ্জ এলাকায় ভোটার স্লিপ বিতরণ করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ভাঙড়ে তাঁর জনসভা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বিজেপির অভিযোগ, প্রথমে সভার অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে পুলিস অন্যায়ভাবে জনসভা বাতিল করেছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা