কলকাতা

কাকদ্বীপে প্রধানমন্ত্রীর সভায় ছিল না পানীয় জলের ব্যবস্থা, অসুস্থ হয়ে পড়লেন মহিলা কর্মীরা

সংবাদদাতা, কাকদ্বীপ: বুধবার কাকদ্বীপের স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় এসে ক্ষোভ উগরে দিলেন দলেরই মহিলা কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে ওঠার আগে থেকেই তাঁরা জল জল বলে চিৎকার শুরু করেন। কিন্তু সেদিকে নজর ছিল না নেতা-কর্মীদের। এমনকী, মহিলা কর্মীরা পুলিসের কাছে এসেও ক্ষোভ প্রকাশ করেন। পুলিস নিরুপায় হয়ে বিজেপি’র কর্মকর্তাদের কাছে পাঠান তাঁদের। ততক্ষণে একজন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁর পাশে থাকা অন্য মহিলা কর্মীরা তাঁকে একটি জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেন। এরপর চিৎকার করায় কেউ একটা জলের পাউচ এগিয়ে দেন। সেই পাউচের জলই তাঁরা ঢালেন অসুস্থ হয়ে পড়া মহিলার মাথায়। এরপর যত সময় গড়াতে থাকে, ততই দেখা যায়, একের পর এক মহিলা অসুস্থ হয়ে পড়ছেন। মূলত পানীয় জলের অভাবেই এই ঘটনা ঘটছে বলে মহিলাদের দাবি। 
এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল অস্বাভাবিক। ফলে কুল কুল করে ঘেমেছেন প্রধানমন্ত্রীর সভায় আসা দলীয় কর্মীরা। শরীর থেকে জল বেরিয়ে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কাকদ্বীপের ১৪ নম্বরের বাসিন্দা রীনা সাউ বলেন, ‘জনসভায় আসার সময় আমি জলের বোতল নিয়ে এসেছিলাম। কিন্তু স্টেডিয়ামে ঢোকার মুখে পুলিসকর্মীরা জলের বোতল নিয়ে নিয়েছেন। শুধু আমাকে নয়, কাউকেই জলের বোতল নিয়ে ঢুকতে দেয়নি। অথচ ভিতরে পানীয় জলের কোনও ব্যবস্থা রাখা হয়নি। একে গরম, তার উপর পানীয় জলের অভাবে মহিলা ও বাচ্চারা অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত স্বেচ্ছাসেবকদের জলের জন্য বলা হলেও কেউ শোনেনি। চরম অব্যবস্থা।’ কাকদ্বীপের আরেক বাসিন্দা সুপ্রিয়া মাইতি বলেন, ‘গত দু’দিনের টানা বৃষ্টিতে গোটা মাঠে জল জমে গিয়েছিল। সাদা বালি ফেলে কোনও রকমে সামাল দেওয়া হয়েছে। ভিতরে কর্মী ও সমর্থকরা বসতে পারেননি। বসার মতো কোনও পরিস্থিতি ছিল না। চেয়ার বা ত্রিপল কিছুই দেওয়া হয়নি। এদিকে, প্রচণ্ড গরম পড়লেও ভিতরে পানীয় জলের ব্যবস্থা রাখা হয়নি। এ বিষয়ে বিজেপি নেতৃত্বের নজর দেওয়া উচিত ছিল। জলের অভাবে একের পর এক মহিলা ও বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে।’-নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা