কলকাতা

এলাকার হালচাল কেমন, খোঁজ নিচ্ছেন জ্যোতিপ্রিয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট এলেই তাঁর ব্যস্ততা থাকত তুঙ্গে। নাওয়া খাওয়া ভুলে ছোটাছুটি। অথচ এবারে চার দেওয়ালে বন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবু মন পড়ে রয়েছে হাবড়া, অশোকনগরে। সেখানে    ভোট প্রচার কেমন হচ্ছে? জানতে আগ্রহ প্রকাশ করলেন রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, অন্যান্য বন্দিদের বাড়ির লোকজন যেমন জেলে তাঁদের বাড়ির লোকজনকে দেখা করেন, তেমনই নিয়ম মেনে সম্প্রতি দু’-তিনজন তাঁকে দেখতে গিয়েছিলেন। আর তখনই প্রাক্তন মন্ত্রী তাঁদের কাছে দুই বিধানসভা এলাকায় ভোট প্রচারের হাল হকিকত জানতে চান। খুব অল্পসময়ের কথোপকথনের মাঝেই প্রাক্তন মন্ত্রী খানিকটা আবেগমথিত হয়ে পড়েন। জেলের একটি সূত্র জানাচ্ছে, জ্যোতিপ্রিয় দুই জেলকর্মীর কাছে বলেন, হাবড়া ও অশোকনগরের মানুষ তাঁকে খুবই ভালোবাসেন। তিনিও তাঁদেরকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছেন। ওই সমস্ত এলাকা তাঁর হাতের তালুর মতো চেনা। তাই এই কঠিন সময় ওই এলাকার মানুষের কথা তাঁর বারবার মনে পড়ছে। ভোটের ফল কী হতে চলেছে তা জানতেও আগ্রহী বালু। অন্তত তেমনই জানাচ্ছেন কারা কর্মীরা।    
১ জুন বারাসত, বসিরহাটে ভোট। প্রচার চলছে জোর কদমে। স্থানীয় নেতাদের মুখেও জ্যোতিপ্রিয়র কথা ঘুরে ফিরে এসেছে। আর জেলে বন্দি থেকে তিনি খোঁজ নিচ্ছেন তাঁর গড়ের। গত বছর অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয় তাঁকে। প্রায় আট মাস জেলের চার দেওয়ালের মধ্যে বন্দি বালু। কিছুতেই তাঁর সময় কাটছে না। তবে সকালে সংবাদপত্রে নিয়ম করে চোখ রাখছেন। দুপুর, সন্ধ্যায় টিভির বিভিন্ন চ্যানেলে খবরও শুনছেন। কখনও তাঁর সেলের বাইরে হাঁটাহাঁটিও করছেন। জেল সূত্রে জানা গিয়েছে, সুগার, প্রেসার সহ নানা অসুখে তিনি ভুগছেন। মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে সুগার। অসুস্থ হয়ে পড়ছেন। কখন কখনও জেল হাসপাতাল থেকে চিকিৎসকরা এসে তাঁকে দেখেও যাচ্ছেন। সময়টা ভালো যাচ্ছে না। তাঁর গড়ে ভোট ১ জুন। সে সময়টাও হয়তো চার দেওয়ালের মধ্যেই কাটতে চলেছে। তবু মন পড়ে থাকবে ভোটে। -ফাইল চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা