কলকাতা

মাথায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সভায় মহিলারা

সংবাদদাতা,  বারুইপুর: লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে বারুইপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির মহিলারা। তাঁরা মঞ্চের সামনেই বসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন। তাঁর চোখ যায় ওই মহিলাদের দিকে। তারপর তাঁদের মঞ্চে ডেকে নেন তিনি। তাঁদের নাচের সঙ্গে তালও মেলান। সভায় ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। 
বারুইপুরের বেগমপুর, চম্পাহাটি, সাউথ গড়িয়া, সীতাকুণ্ডু থেকে সভায় এসেছিলেন বহু মহিলা। তাঁদের পরণে তৃণমূলের প্রতীক আঁকা সবুজ শাড়ি। মাথায় রেখেছিলেন আস্ত লক্ষ্মীর ভাণ্ডার। চম্পা, শর্বাণী, অর্পিতা, শ্রাবনীরা এসেছিলেন সভায়। তাঁরা গৃহবধূ। ‘লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অনেক কিছু দিয়েছে। ১২০০ টাকা, এক হাজার টাকা হাতে পাওয়ার ফলে আমরা সংসারের খরচ মেটাতে পারি। স্বামীর কাঁধে সব দায়দায়িত্ব চাপে না। মুখ্যমন্ত্রী আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা দিদির সভায় এসেছি’-বক্তব্য তাঁদের। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাঁদের ডেকে নেওয়ায় খুশিতে প্রায় আত্মহারা তাঁরা। চম্পা মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের এভাবে মঞ্চে ডাকবেন ভাবিনি। আমাদের হাত ধরে দিদিও নাচের সঙ্গে তাল দিয়েছেন। আমরা এমনভাবে ওঁকে কাছে পাব, কল্পনাও করিনি। আজ জীবন ধন্য হল।’ অর্পিতা পাল বলেন, ‘দিদি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। তা শুনে আমরা আশ্বস্ত। আমাদের জীবন চলে যাবে ওই টাকায়। টাকা জমিয়ে আমরা মেয়ের পড়াশোনার খরচ মেটাতে পারছি এখন।’ 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা