কলকাতা

মুখ্যমন্ত্রীর জনসভায় নেতাজি সেজে পতাকা হাতে শাহজাহান
 

সংবাদদাতা, বারুইপুর: মুখ্যমন্ত্রীর সভাস্থলে দাঁড়িয়ে রয়েছেন ‘নেতাজি’। তাঁর সঙ্গে সেলফি তুলছেন উপস্থিত দর্শকরা। এভাবেই মুখ্যমন্ত্রীর সভা হলে বিভিন্ন বেশে হাজির হয়ে যান শাহজাহান। বারুইপুরের সাগর সঙ্ঘের মাঠে তিনি এসেছিলেন নেতাজির বেশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করতে আসছেন বারুইপুরে। শুনেই সকাল ১১টায় সেই মাঠে এসে হাজির হন শাহজাহান সর্দার। দেশের পতাকা হাতে ধরে দাঁড়িয়ে থেকে শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রীর সভা শেষে এই শাহজাহান সর্দার ওরফে নেতাজির সঙ্গে ফটো তুলতে ভিড় পড়ে যায় যুবকদের মধ্যে। 
বারুইপুর পূর্ব বিধানসভার গোয়ালবেড়িয়ার বাসিন্দা শাহজাহান সর্দার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনও সভাতেই আমি সেজে চলে যাই। আজ নেতাজি সেজেছিলাম। এর আগে ক্ষুদিরাম, গান্ধীজিও সেজেছি। আমার ভালো লাগে তাই সাজি। তবে শাহজাহানের আক্ষেপ, মুখ্যমন্ত্রী একবারও তাঁকে দেখতে পেলেন না। তাঁর কথায়, সভায় মানুষের এত ভিড়। তিলধারণের জায়গা ছিল না। আমি সকালে এসেও বসার জায়গা পাইনি। তাই মঞ্চের একেবারে সামনে চলে যাই। দাঁড়িয়ে থাকি স্রেফ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। আমি বহুরূপী নই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে তাই ওঁর বক্তব্য শুনতে সেজে চলে যাই। তিনি বলেন, মমতাদিদি দেশের ভালোর জন্য লড়াই করছেন। নেতাজি সুভাষ চন্দ্রও দেশের জন্য লড়েছিলেন। তাই নেতাজির পোশাকেই আজ দিদিকে দেখতে গিয়েছিলাম। আমি এর আগে মথুরাপুর, সাগরেও গিয়েছি দিদিকে দেখতে। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন, শাহজাহানের পরিবার তৃণমূল করে। ওরা অন্ধ ভক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলার যেখানেই মুখ্যমন্ত্রী যান সেখানে শাহজাহান চলে যায়। -নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা