কলকাতা

রবি ও সোমবার মৌসুনি দ্বীপ ও  বকখালির সব বুকিং বাতিল 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কতায় বকখালি ও মৌসুনি দ্বীপের পর্যটন কেন্দ্রে রবি ও সোমবার সমস্ত বুকিং প্রশাসনের নির্দেশে বাতিল করা হয়েছে। দুই পর্যটন কেন্দ্রেই যথেষ্ট বুকিং ছিল। বকখালিতে অনেকেই ঝড় দেখবেন বলে সি ফেসিং রুমও চেয়েছিলেন হোটেল মালিকদের কাছে। কিন্তু শনিবার সকালে পুলিস ও প্রশাসনের পক্ষে হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার ও সোমবার কোনও পর্যটক থাকতে পারবেন না। 
বকখালির হোটেল ব্যবসায়ীদের তথ্য বলছে, রবিবার অন্তত ২০০ রুম বুকিং ছিল। অন্যদিকে, মৌসুনি দ্বীপেও পর্যটকদের রবিবার সকালে ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতির আশঙ্কায় কটেজ মালিকরা ইতিমধ্যে অস্থায়ী কটেজ খুলতে শুরু করেছেন। রবিবার সকালের মধ্যে গোটা মৌসুনি দ্বীপে যত কটেজ রয়েছে, সব খুলে অন্য জায়গায় রাখা হবে। ব্যবসায়ীদের মতে এবারও যদি বড় ঢেউ আসে আরও কিছুটা জমি নদী গর্ভে চলে যাবে। এদিকে ঝড় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে তা নিয়ে প্রস্তুতি বৈঠক করেন জেলাশাসক সুমিত গুপ্তা। তিনি বলেন, সাগর, নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপের একাংশ, কুলতলি সহ কিছু জায়গায় দুর্বল নদীবাঁধ রয়েছে। সেখানে সেচদপ্তরকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরকেও সতর্ক করা হয়েছে। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা