কলকাতা

মাছ ধরার জাল দিয়ে বাড়ির চাল বেঁধেছেন মানুষ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘ঘূর্ণিঝড় যশের সময় কিছুই বাঁচাতে পারিনি। বাড়ির সব জিনিসপত্র, খাবারদাবার জলে ভেসে গিয়েছিল। সেই ভুল এবার আর করব না’- বলেন কাকদ্বীপের ছয়ের ঘেরি এলাকার বাসিন্দা অনিমা দাস। তিনি এবার চাষের ধান তুলে রেখে দিয়েছেন। বাদবাকি শস্য ও আনাজ নদীবাঁধ এলাকা থেকে দূরে আত্মীয়ের বাড়িতে রেখে দিয়েছেন। অনিমাদেবী বলেন, ‘গতবার বহুদিন না খেয়ে থাকতে হয়েছিল। তাই এবার খাদ্যসামগ্রী তুলে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি।’ অনিমাদেবীর মত ওই গ্রামের বাসিন্দা কার্তিক ভাণ্ডারী, চঞ্চল মণ্ডলরাও   বাড়িতে থাকা ধান অন্যত্র সরিয়ে রেখেছেন। তাঁদের  বক্তব্য, ‘সারা বছরের ধান তুলে ঘরে রাখা হয়েছিল। এগুলি সরিয়ে রাখা না হলে ঝড়ে সব উড়ে যেতে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে আত্মীয়দের বাড়ি পাঠিয়ে দিয়েছি।’ এছাড়াও যাঁদের গবাদি পশু আছে, ঝড়ে যাতে তারা খোয়া না যায় তার জন্য ঘরের মধ্যে বেঁধে রাখবেন বলে জানিয়েছেন।
এদিকে ঝড়ের মোকাবিলা করে নিজেদের ঘর বাড়ি বাঁচানোই অন্যতম লক্ষ্য এই নদীমাতৃক এলাকার বাসিন্দাদের। কাকদ্বীপ, নামখানা, সাগর ইত্যাদি এলাকায় দেখা গিয়েছে, অনেকেই মাছ ধরার জাল দিয়ে ঘরের চাল আটকে রেখেছেন। কোথাও দেখা গেল, মোটা দড়ি দিয়ে চালের সবদিক শক্ত করে বেঁধে রাখা হয়েছে। উত্তম হালদার নামে এক বাসিন্দা বলেন, ‘নদীর ধারে বাড়ি। একটু হাওয়া দিলেই মনে হয় সব উড়িয়ে নিয়ে যাবে। এবার তো ঘূর্ণিঝড় আসছে। তাই বাড়তি সতর্কতা নিতে হয়েছে।’ অন্যদিকে ঘোড়ামারা, মৌসুনিদ্বীপ এবং পাথরপ্রতিমার জি প্লটের দিকে বাড়তি নজর দিচ্ছে জেলা প্রশাসন। সেখানে শুকনো খাবার, পানীয় জল এবং ত্রিপল পাঠানো হয়েছে। যেহেতু এই দ্বীপগুলি দুর্গম এলাকায়, তাই দুর্যোগের পর যাতে মানুষের সমস্যা না হয় তাই জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি  রবিবার ও সোমবার দুর্যোগে কী করবেন, আর কী করবেন না, তা বোঝাতে গ্রামে গ্রামে ঘুরছে পুলিস। মাইকিং করে সবাইকে সচেতন করার কাজ করছে তারা। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা