কলকাতা

ফেসবুকে ছবি দিয়ে আত্মহত্যা নাবালিকার, প্ররোচনার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

সংবাদদাতা, বনগাঁ: ঘর থেকে উদ্ধার হল এক নাবালিকার ঝুলন্ত দেহ। মৃতার নাম মৌসুমি সরকার (১৭ বছর ১১ মাস)। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় নাবালিকার বাবা মেয়ের প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক।
জানা গিয়েছে, মৃত্যুর আগে গলায় ফাঁস লাগানো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নাবালিকা। বনগাঁ পশ্চিমপাড়ার বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে বনগাঁর বাসিন্দা এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এমনকী নিজেদের ঘনিষ্ঠ ছবিও তোলে তারা। কিন্তু সম্প্রতি দু’জনের মধ্যে মনোমালিন্য দেখা দিলে প্রেমিক মেলামেশা বন্ধ করে দেয়। প্রেমিকার মোবাইলে থাকা ছবিও মুছে ফেলতে চাপ দেয়। অভিযোগ, যুবক শুক্রবার নাবালিকার মাকে ফোন করে মোবাইল থেকে ছবি মুছে ফেলার হুমকি দেয়। না হলে মেয়ের ক্ষতি হয়ে যাবে বলেও জানায় সে। ফোনে নাবালিকার সঙ্গেও কথা বলে ওই যুবক। তারপরই বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা। বাড়ি ফিরে গলায় ওড়নার ফাঁস জড়ানো ছবি পোস্ট করে ফেসবুকে। সেই ছবি দেখে কয়েকজন বন্ধু বাড়িতে ছুটে এসে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ওই নাবালিকাকে। তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মেয়ের প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বাবা। মৃতার এক আত্মীয় বলেন, ওদের তিন বছর ধরে সম্পর্ক ছিল। বয়স না হওয়ায় বিয়েতে আপত্তি করে পরিবার। কিন্তু ছেলেটি নানাভাবে মেয়েটিকে হুমকি দিত। আমরা ওর শাস্তি চাই।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা