কলকাতা

ঘূর্ণিঝড়ের সঙ্গে নদী ভাঙন, আতঙ্কে উলুবেড়িয়া জগদীশপুরের বাসিন্দারা

সংবাদদাতা, উলুবেড়িয়া : উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুরে হুগলি নদীর ভাঙন অব্যাহত। যত দিন যাচ্ছে ভাঙন বাড়ছে। এরই মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড় রেমাল। ফলে আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে নদী তীরবর্তী বাসিন্দাদের। আয়লা, উম-পুন, যশের পর এবার আসছে রেমাল। রবিবার রাতে তা ভয়ঙ্কর আকার নেবে। তারপর পরিস্থিতি কী হবে সেটা ভেবে দিশাহারা জগদীশপুরের বাসিন্দারা। উলুবেড়িয়া পুরসভার অবশ্য বক্তব্য, নদী ভাঙনের বিষয়টি সেচদপ্তরের নজরে আনা হয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সর্তক রয়েছে পুরসভা। গত বছর এপিল মাসে জগদীশপুরের বাঁশতলায় হুগলি নদীর পাড়ে আচমকা ধস নেমেছিল। রাস্তা সহ প্রায় ৬০মিটার এলাকা নদীগর্ভে চলে যায়। বোল্ডার, বালির বস্তা, বাঁশের খাঁচা ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছে সেচদপ্তর। তবে তাতে ভাঙন রোধ কর সম্ভব হয়নি। এপ্রিল মাসে ভাঙন রোধে কাজ হয়। তবে এখন উত্তর দিকে নতুন করে ভাঙতে শুরু করেছে। তা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। শনিবার বিকেলে জগদীশপুরে নদীর পাড়ে বসেছিলেন অনেকে। আসরাফুল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘নদী ভাঙন যেভাবে হচ্ছে তাতে আতঙ্ক তো থাকবেই। তার উপরে ঘূর্ণিঝড় আসছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে। জানি না ভাগ্যে কী আছে।’ 
এই এলাকা ছেড়ে কিছুটা এগতেই দেখা গেল হাতে ছাতা নিয়ে আসছেন এক বৃদ্ধ। তাঁকে বলা হল, ‘চাচা ঘূর্ণিঝড় তো আসছে।’ তাঁর উত্তর, ‘বাবা এই তো কয়েক মিনিট আগে যেভাবে ঝড় বয়ে গেল তাতে জানি না কাল কি হবে। নদীর পাড়ে মাছ ধরা নৌকা বাঁধা আছে। সেটা কি অবস্থায় আছে দেখতে যাচ্ছি।’ আরও খানিকটা এগনোর পর দেখা হল বছর ৮০ বৃদ্ধা সাফিয়া বেগমের সঙ্গে। বলেন, ‘নিজের চোখে নদী বাঁধ ভাঙতে দেখেছি। এখানে যে ভাবে বাঁধ ভাঙছে তাতে সবসময় আতঙ্কের মধ্যে রয়েছি।’ ভাঙনের পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের কথা জানেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি বলেন, ‘সেচদপ্তর কাজ করছে। যদিও নির্বাচন চলার জন্য কাজ এখন বন্ধ। তবে আমরা সর্তক আছি। সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
উলুবেড়িয়ার জগদীশপুরে এইভাবেই ভাঙছে নদীর পাড়। -নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা