কলকাতা

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তৎপর মহকুমা প্রশাসন

সংবাদদাতা, উলুবেড়িয়া: লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা‌। ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ নিয়ে এখনও সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া না গেলেও হাওয়া অফিসের মতে, সুন্দরবন এলাকায় এটি আঘাত হানতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উলুবেড়িয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হল।  এজন্য শুক্রবার হাওড়ার জেলাশাসক পি দীপপ্রিয়া হাওড়া সদর ও উলুবেড়িয়ার মহকুমা শাসক এবং সমস্ত বিডিওর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। প্রশাসন সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্যামপুর ১ ও ২,  বাগনান ১ ও ২ এবং উলুবেড়িয়া ১ ব্লকে সিভিল ডিফেন্স কর্মীদের পাঠানো হয়েছে। শ্যামপুর ১ ব্লকে ইতিমধ্যেই এনডিআরএফের একটি টিম পাঠানো হয়েছে। ঘূর্ণিঝড়ে গাছ পড়ে যাতে কোনোরকম প্রতিবন্ধকতার সৃষ্টি না-হয় তার জন্য গাছকাটাই কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি, উলুবেড়িয়ার মহকুমা শাসকের অফিসে একটি কুইক রেসপন্স টিম থাকবে। জেলার ৪০টি ফ্লাড সেন্টার এবং স্কুলগুলিকেও প্রস্তুত রাখা হচ্ছে। উলুবেড়িয়ার ৯টি ব্লকের বেশিরভাগই নদী তীরবর্তী। 
উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস মণ্ডল জানান, এসডিও অফিসের পাশাপাশি সমস্ত ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেসব জায়গায় অল্প বৃষ্টিতেও জল জমে যায় সেসব স্থান দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের। ২৬ ও ২৭ মে বন্ধ থাকবে সমস্ত ফেরি সার্ভিস। শ্যামপুর ১ ব্লকের মধ্যে নদীতীরবর্তী বেলাড়ি, বাণেশ্বরপুর ও নবগ্রাম এলাকায় জনগণকে সতর্ক করতে মাইকে প্রচার চলছে। সেখানে ঘূর্ণিঝড়ের আগাম আশঙ্কায় বিশেষ ব্যবস্থা হিসেবে এনডিআরএফের ২৫ জনের  একটি দল সেখানে পৌঁছে গিয়েছে। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা