কলকাতা

রাত ১১টায় পরীক্ষামূলক মেট্রো পরিষেবা কোর্টের গুঁতোয় লোকদেখানো উদ্যোগ, অভিযোগ যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের গুঁতোর পর দেশের প্রথম মেট্রো রুটে রাত ১১টায় পরীক্ষামূলক মেট্রো পরিষেবা চালু হল। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই পরিষেবা মিলবে না। সপ্তাহে পাঁচদিন কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত এই বাড়তি পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ, শনি ও রবিবার এই অতিরিক্ত পরিষেবা  যাত্রীরা পাবেন না। আগাম কোনও ঘোষণা ছাড়াই শুক্রবার হঠাৎ করে তা চালু হয়েছে। বিষয়টি নিয়ে মেট্রোর কর্মী-আধিকারিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। যাত্রীদের একাংশও সামাজিক মাধ্যমে রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব। তাঁদের বক্তব্য, দমদম ও কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ে রাত ন’টা ৪০ মিনিটে। ওই মেট্রো মিস করলে রাত ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ২০ মিনিট তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে। পাশাপাশি তাঁদের প্রশ্ন, কেন এই বাড়তি পরিষেবা দক্ষিণেশ্বর পর্যন্ত মিলবে না। যাত্রীদের আরও অভিযোগ, আদালতের চাপে পড়ে স্রেফ মানুষের চোখে ধুলো দিতে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। হাইকোর্টে দায়ের হওয়া মামলার পর দিনকয়েক রাত ১১টায় নাম কা ওয়াস্তে পরিষেবা দেওয়া হবে। এই সময়ের আগে ও পরে ট্রেন না রেখে পরিকল্পনা করেই এমন সময় ঠিক করা হয়েছে, যাতে পর্যাপ্ত যাত্রী না হয়। সেই রিপোর্ট আদালতে পেশ করবে তারা। তারপর যাত্রী হচ্ছে না বলে বেশি রাতে কলকাতা মেট্রো সচল না রাখার যুক্তি দেবে।
উল্লেখ্য, কলকাতা মেট্রোর সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মেট্রোর সময়সীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, আশপাশের জেলা 
থেকে বড় সংখ্যক মানুষ কলকাতায় কাজ করতে আসেন। তাঁদের কথা মাথায় রেখে শেষ মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রেলকে। মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে কী 
সিদ্ধান্ত নিল, তা চার সপ্তাহের মধ্যে মামলাকারীকে জানানোর নির্দেশও দেয় আদালত। মেট্রোর এক কর্তা সময়সীমা বৃদ্ধির প্রসঙ্গে বলেন, মেট্রো কর্মীসঙ্কটে ভুগছে। পাশাপাশি নিয়মিত পরিষেবায় বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে বেশি রাত পর্যন্ত পরিষেবা দেওয়া অসম্ভব। তবে এই সিদ্ধান্তে 
ফের রেলের মুখ পোড়ার আশঙ্কা রয়েছে আদালতে, আশঙ্কা ওই কর্তার। মামলাকারীর তরফে রেলের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের আদালতে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে বলে সূত্রের দাবি।

 কবি সুভাষ-দক্ষিণেশ্বরের গোটা মেট্রো রুটে মিলবে না এই পরিষেবা
 সোম থেকে শুক্র পরিষেবা মিলবে কবি সুভাষ-দমদম পর্যন্ত
 এই দুই স্টেশন থেকে রাত ৯টা ৪০ মিনিটে মেলে শেষ মেট্রো। পরের মেট্রো রাত ১১টায়, অর্থাৎ ১ ঘণ্টা ২০ মিনিট পরিষেবা মিলবে না
 মেট্রো না চললেও এই সময়ে বিদ্যুৎ খরচ সহ আনুসাঙ্গিক ব্যয় বহণ করতে হবে
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা