কলকাতা

রেমাল নিয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে যোগ নবান্নের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার প্রেক্ষিতে রাজ্যের সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় শুক্রবার দিল্লি থেকে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির একটি জরুরি বৈঠক হল। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মুখ্যসচিব বি পি গোপালিকা। দুর্যোগ মোকাবিলা করে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে রাজ্য প্রশাসন আগাম কী কী ব্যবস্থা নিয়েছে, তা বিস্তারিতে জানান মুখ্যসচিব। জেলাগুলিতে কন্ট্রোল রুম খুলে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। খাদ্যসামগ্রী এবং ওষুধ-সহ সমস্ত জরুরি সামগ্রী মজুত রাখা হয়েছে। পর্যাপ্ত সংখ্যায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় দেওয়ার স্থান। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেও রাজ্য পদক্ষেপ করেছে। পরমার্শ দেওয়া হয়েছে ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার জন্য। 
ক্যাবিনেট সচিব বৈঠকে বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেবে। আমাদের প্রধান লক্ষ্য হবে, মৃত্যু সবরকমে সম্পূর্ণ রুখে দেওয়া এবং মানুষের সম্পত্তি ও পরিকাঠামোর ক্ষয়ক্ষতি যতটা সম্ভব হ্রাস করা। রাস্তার হোর্ডিংগুলি ঝড়ে উড়ে গিয়ে যাতে কোনোরকম ক্ষয়ক্ষতি না-করে তার উপর বিশেষ নজর রাখার কথা বলেন ক্যাবিনেট সচিব। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার ও তার বিভিন্ন সংস্থা রাজ্য সরকারের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি টিমকে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও পাঁচটি টিমকে। উপকূলরক্ষী বাহিনীও প্রস্তুত আছে পরিস্থিতি মোকাবিলার জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং আবহাওয়া দপ্তরের ডিজি-সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ কর্তারা এই বৈঠকে ছিলেন। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা