কলকাতা

মমতার সভায় সন্দেশখালির মহিলাদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: বসিরহাট ও অশোকনগরে মঙ্গলবার সভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই দুই সভাতেই উপচে পড়ল মহিলাদের ভিড়। লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার হাতে মমতার সভাস্থল জমজমাট। সন্দেশখালির মহিলারা ভিড় করে সভায় এসেছিলেন। যা দেখার পর আশ্বস্ত তৃণমূলের স্থানীয় নেতারা।
মঙ্গলবার বসিরহাটের মেরুদণ্ডীতে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে প্রচারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ব্লকের একাধিক জায়গা থেকে দলে দলে মহিলা এসে জনসভায় যোগ দেন। কণিকা দাস নামে সন্দেশখালির এক বাসিন্দা বলেন, ‘বিজেপি বাইরে থেকে লোক আনছে। টাকার প্রলোভন দেখাচ্ছে। অশান্তি পাকিয়েছে। মুখ্যমন্ত্রীর সভায় এসেছি ওদের বিরুদ্ধে দাঁড়াতে।’ তবে বিজেপি নেতা পলাশ সরকার পাল্টা বলেন, ‘তৃণমূল ভয় দেখিয়ে মুখ্যমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের এনেছে। বসিরহাট লোকসভার প্রতিটি মানুষ বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে আছে।’
এদিন অশোকনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার আকাশে দেখা দিতেই মহিলাদের উন্মাদনা চরমে ওঠে। তাঁকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। উলুধ্বনি আর শাঁখ বাজিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধির জন্য কৃতজ্ঞতা জানান। কেউ কেউ আনন্দে নেচেও ওঠেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সভার দায়িত্ব ছিল বিধায়ক নারায়ণ গোস্বামীর কাঁধে। দায়িত্বে ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। এদিন সভার ভিড়ের সিংহভাগ এসেছিল অশোকনগর থেকে। আর ছিলেন হাবড়ার কর্মী-সমর্থকরা। এদিন জনসভায় মহিলাদের উপস্থিতি দেখে খুশি তৃণমূল সুপ্রিমো। সভাস্থলের সামনের দিকে বসেছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাঁদের কেউ কাঁসর, কেউ ডঙ্কা বাজিয়ে স্বাগত জানান নেত্রীকে। ‘চাই না সিএএ’ বলে সরব হন। পিয়ালী দাস নামে অশোকনগর শহরের এক বাসিন্দা বলেন, ‘কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা পাচ্ছি। কিন্তু বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। সন্দেশখালি নিয়ে ওরা যাই বলুক মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। তার প্রমাণ মিলবে চার তারিখ।’
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা