কলকাতা

রচনার লিড নিয়ে তৃণমূলের অন্দরে দাবির প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভোট মিটে যাওয়ার পর ২৪ ঘণ্টাও পার হয়নি। দলীয় প্রার্থীর লিড নিয়ে দাবির প্রতিযোগিতা শুরু হয়েছে শাসকদলের অন্দরে। তৃণমূল কংগ্রেসের কোনও বিধানসভার নেতা দাবি করছেন, সর্বোচ্চ লিড দেবেন। কেউ আবার হাতে গুণে বলেও দিচ্ছেন, প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর বিধানসভা এলাকায় কত লিড পাবেন। মোটের উপর হুগলি লোকসভা কেন্দ্রের পুনরুদ্ধার নিয়ে ঘাসফুল শিবির কার্যত নিশ্চিত। তবে ওই প্রতিযোগিতাকে নেহাতই কাগুজে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। বামেদেরও দাবি, দুই ফুলের কেউ নয়, পাল্লা ভারী তাদেরই।
২০১৯ সালে হুগলি লোকসভার বলাগড়ে সবচেয়ে বেশি ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। সেখানকার দাপুটে তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক অসীম মাঝি বলেন, আমরা অন্তত ১২-১৫ হাজার ভোটের লিড দেব। হুগলি লোকসভার অন্যতম চর্চিত বিধানসভা সিঙ্গুর। গত লোকসভাতে জমি আন্দোলনের সেই আঁতুড়ঘরেও তৃণমূল পিছিয়ে ছিল। সেখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, আমরা সিঙ্গুরের কর্মীরা, শপথ নিয়েছিলাম সাত বিধানসভার মধ্যে সবেচেয়ে বেশি লিড দেব। কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সেই লক্ষ্য পূরণ করেছেন। চুঁচুড়ার বিধায়ক তথা হুগলি জেলার সহ সভাপতি অসিত মজুমদার বলেন, চুঁচুড়া থেকেও লিড হবে। তবে তার থেকেও বড় কথা সব বিধানসভার নেতৃত্ব যদি লিড দেন, তবে আমাদের প্রার্থী লক্ষাধিক ভোটে জিতবেন। শুধু জয় নয়, জয়ের ব্যবধানটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
তবে বিজেপির রাজ্যনেতা স্বপন পাল বলেন, খেয়ালি পোলাও রাঁধতে বসেছেন তৃণমূলের নেতারা। ফলে যত পারছেন ঘি দিচ্ছেন। আমাদের প্রার্থী গতবারের থেকেও বেশি ভোটে জিতবেন। গত লোকসভায় তৃণমূলকে লিড দিয়েছিল ধনেখালি। সেখানে সবুজ শিবিরের কোমর আমাদের প্রার্থী ভোটের দিন ভেঙে দিয়েছেন। সিপিএম নেতা তথা লোকসভার প্রার্থী মনোদীপ ঘোষ বলেন, হুগলির মানুষ এবার বামেদের ফেরাতে ভোট দিয়েছেন। ৪ জুন তা প্রমাণ হয়ে যাবে।
রাজনৈতিক মহল অবশ্য বলছে, এই দাবি, পাল্টা দাবি রাজনীতিরই অঙ্গ। তবে বাস্তব এই যে, গত লোকসভা ভোটে চন্দননগর ও ধনেখালি ছাড়া আর কোনও বিধানসভা আসনেই তৃণমূল লিড পায়নি। কিন্তু এবারের ভোটে তৃণমূলের বিধানসভার গোষ্ঠীপতিদের ভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। এমনিতেই দলের পক্ষে একটি সতর্কবার্তা শীর্ষ নেতৃত্ব দিয়েই রেখেছিলেন। পাশাপাশি, জমি নিয়ন্ত্রণে রাখার জন্যেও গোষ্ঠীপতিরা পরিশ্রম করেছেন। তার সুফল রচনা পেতে পারেন। উল্টোদিকে বিজেপির বিদায়ী সাংসদের আশেপাশে অনেক মানুষকে দেখা গেলেও, লড়াইটা অনেকটাই তাঁর একার ছিল। তার খেসারত লকেটকে দিতে হতে পারে। ২০১৯ সালের তুলনায় এবার বামেদের সক্রিয়তাও বেশি ছিল। বামপ্রার্থী নিজেদের ভোটব্যাঙ্ক সামান্য ফেরাতে পারলেও ক্ষতি আখেরে কিন্তু বিজেপিরই। তবে শেষ পর্যন্ত কোন অঙ্ক কাজ করল, তার উত্তর মিলবে ৪ জুন।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা