কলকাতা

বনগাঁয় লক্ষ্মীর ভাণ্ডারই ব্রহ্মাস্ত্র তৃণমূলের বিজেপির শক্তি সন্দেশখালির লাঞ্ছিতারা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ বনগাঁ লোকসভা কেন্দ্রে ১৮ লক্ষেরও বেশি ভোটার ১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। মোট ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ভোটারই হলেন ঘরের ‘লক্ষ্মী’। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলিকে হাতিয়ার করে ‘আত্মবিশ্বাসী’ তৃণমূল। শাসকের এই আত্মবিশ্বাসকে প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া পার্টি। তবে প্রকল্প নামক ‘ব্রহ্মাস্ত্র’কে নিয়ে গেরুয়া নেতারা বিশেষ চিন্তায়। তবে প্রকাশ্যে নেতারা বলছেন, বাংলার মহিলাদের নিয়ে তৃণমূল কী করেছে, সামনেই জ্বলন্ত উদাহরণ হল সন্দেশখালি।
বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে। গতবার এই কেন্দ্র থেকে সাংসদ হয়ে মোদির মন্ত্রিসভার সদস্য হন শান্তনু ঠাকুর। এবারও তাঁর ওপর ভরসা রেখেছে দল। নির্বাচনী প্রচারে কোনওরকম খামতি রাখেননি শান্তনু। কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য, এত প্রচারের মধ্যেও মহিলাদের জন্য রাজ্যের প্রকল্পগুলি যথেষ্ট চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে। তাই মহিলা ভোট নিয়ে গেরুয়া শিবির সংশয়ে। এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৩১ হাজার ৯৯৩ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ৩২ হাজার ৬৪৮, মহিলা ভোটার ৮ লক্ষ ৯৯ হাজার ২৭৫ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭০ জন। বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রায় সাড়ে তিন লক্ষ মহিলা পাচ্ছেন লক্ষীর ভাণ্ডারের বর্ধিত টাকা। এছাড়া কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা মিলিয়ে সংখ্যাটা প্রায় ১ লক্ষের বেশি। ফলে, মহিলাদের প্রকল্পগুলির জন্য শাসকদলের দিকে পাল্লা কিছুটা ভারী থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এনিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার বা রূপশ্রী, কন্যাশ্রী নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পের নিরিখে মানুষ ভোট দেবেন। লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রভাব রয়েছে, তা নিয়ে যথেষ্টই চিন্তিত গেরুয়া শিবিরের নেতারা। বিজেপি চায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে, আর আমাদের নেত্রী ঘোষণা করেছেন আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। এরপর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে নারায়ণবাবু বলেন, অসমের বিজেপি মুখ্যমন্ত্রী অশোকনগরে এসে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েই একদিনে ৭০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন তাঁর রাজ্যে। তাহলে বিজেপিকে ভোট দিলে কী হবে মানুষের বোঝা দরকার। আসলে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। এ নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বাংলার মহিলারা নিজেদের সম্মান ও ইজ্জত চান। কিন্তু তৃণমূল সেটা রাখতে দেয়নি। সন্দেশখালিতে কী হয়েছে, তা গোটা দেশের মানুষ দেখেছেন। আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে সেই টাকা ঘুরপথে আদায় করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। তাই এ নিয়ে আমরা বিশেষ কিছু ভাবছি না। মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছেন এবং রাখবেন। আর ৪ তারিখ সেই ফল হাতেনাতে পাবে তৃণমূল।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা