কলকাতা

যুবতীর শ্লীলতাহানি, ভোটের কাজে নিযুক্ত জওয়ানের বিরুদ্ধে অভিযোগ

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমজনতা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করাই তাঁদের দায়িত্ব। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া ১ নং ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মহিষেরেখা ব্রিজের কাছে। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানা। ভোটের ঠিক একদিন আগে এই ইস্যুতে তোলপাড় গোটা লোকসভা কেন্দ্র। 
জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার সকালেও হাঁটতে বেরিয়েছিলেন ওই গৃহবধূ। প্রায় একইসময়ে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন নির্বাচনের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ওই মহিলা জানিয়েছেন, ‘এক জওয়ান যেচে আমার সঙ্গে আলাপ করেন এবং এলাকায় কী কী দেখার জিনিস আছে, স্টেশন কতদূর সহ নানা বিষয়ে জিজ্ঞাসা করেন।’ এরপর মহিষরেখা ব্রিজের কাছে একটি মন্দিরে যান মহিলা। পিছু নেন দুই জওয়ান। মহিলা বলেন, ‘এক জওয়ান মন্দিরের ছবি তোলার পাশাপাশি আমার ছবি তোলার চেষ্টা করেন। যদিও আমি বাধা দেওয়ায় তিনি থেমে যান।’ এরপরই আসল রূপ ধরেন এক জওয়ান। গৃহবধূর অভিযোগ, ‘অভিযুক্ত জওয়ান আমার কাছে চলে আসেন এবং কাঁধে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। আমি চিৎকার-চেঁচামেচি শুরু করি। তখন স্থানীয়রা এসে ওই জওয়ানকে ধরে ফেলেন।’ এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালে উলুবেড়িয়া থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে জওয়ানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় যুক্ত না থাকায় অপরজনকে ছেড়ে দেওয়া হয়। পরে গৃহবধূ উলুবেড়িয়া থানায় এসে অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বেরিয়ে বলেন, ‘একজন জওয়ান এই ধরনের ঘটনা ঘটাতে পারে! ভাবতেই পারছি না। আমি চাই, ওর কঠিনতম শাস্তি হোক।’ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সনাতন পাল বলেন, ‘দেশের সুরক্ষার কাজে নিয়োজিত একজন জওয়ানের কাছ থেকে এই ধরনের কাজ আশা করা যায় না। ওই জওয়ানের উপযুক্ত শাস্তির প্রয়োজন।’
এই ঘটনায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের নির্বাচনী এজেন্ট মহম্মদ জহওর রাহী লিখিত অভিযোগ জানিয়েছেন পুলিস অবজারভারকে। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার স্বাতী ভাঙ্গালিয়া বলেন, ‘গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত জওয়ানকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।’ এই বিষয়ে নির্বাচন কমিশনের এক কর্তা বলেন, ‘অভিযোগ দায়ের হয়েছে। পুলিস যথোপযুক্ত তদন্ত করে দেখবে বিষয়টি।’ 
উলুবেড়িয়া থানায় অভিযোগকারিণী। -নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা