কলকাতা

জনপ্রতিনিধিদের আবার বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ অরূপের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট গ্রহণের বাকি আর মেরেকেটে দশ দিন। প্রচারের শেষ পর্বে এসে আরও একবার বাড়ি বাড়ি গিয়ে মানুষের মন বুঝতে উদ্যোগী হল তৃণমূল। শনিবার যাদবপুর লোকসভার অন্তর্গত সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলার এবং পঞ্চায়েত প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই তিনি জনপ্রতিনিধিদের আরও একবার বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন। এসব এলাকায় এর আগে দু’বার বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব- অভিযোগ এবং তাঁদের দাবিদাওয়ার খোঁজ নিয়ে এসেছে তৃণমূল। তাহলে ভোটের মুখে ফের এরকম একটি কর্মসূচির প্রয়োজন পড়ল কেন? রাজনৈতিক মহলের মতে, এটি তৃণমূলের নির্বাচনী কৌশল। তারা আসলে জানতে চাইছে, কত মানুষ তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কাউন্সিলার বলেন, ‘প্রথম দু’বার মানুষ জানিয়েছে তাঁরা কী পেয়েছে আর কী পায়নি। তারপরও কোনও ক্ষোভ বা রাগ থেকে থাকলে  তৃতীয়বারে তার বহিঃপ্রকাশ হবে। সেক্ষেত্রে পুনরায় উদ্যোগ নেওয়া যাবে সেই ক্ষোভ মেটানোর জন্য।’
বৈঠকে আরও একটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। রাজপুর-সোনারপুর পুরসভার বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। ভোটের মুখে এই সমস্যা ইস্যু করে যাতে কোনও ক্ষোভ তৈরি না হয় বা পরিষেবা নিয়ে মানুষ প্রকাশ্যে কোথাও অসন্তোষ প্রকাশ না করে, সে ব্যাপারে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। যেসব ওয়ার্ডে পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে, সেখানে আপাতত জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে বলেছেন তিনি। সূত্রের খবর, ওয়ার্ড পিছু কত লিড হতে পারে, সে ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে। প্রত্যেক কাউন্সিলারকে লিখিতভাবে সম্ভাব্য ব্যবধান জানাতে বলা হয়। সোনারপুর উত্তরের তৃণমূল নেতা তথা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নির্বাচনী এজেন্ট নজরুল আলি মণ্ডল বলেন, ‘মানুষের কাছে পৌঁছনোই মূল উদ্দেশ্য। মার্জিন বাড়ানো যায় কীভাবে, সেদিকে আমরা এখন বিশেষ নজর দিয়েছি।’
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা