কলকাতা

‘পা ভেঙে দিন’, ভোটের আগেই হিংসার উস্কানি বিজেপি নেতার

সংবাদদাতা, বনগাঁ: বড় কোনও হিংসার ঘটনা ছাড়াই ভালোয় ভালোয় মিটেছে চার দফার ভোট। আজ, সোমবার পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে বনগাঁ সহ রাজ্যের সাত লোকসভা কেন্দ্রে। তার কয়েক ঘণ্টা আগে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বিতর্কিত মন্তব্য বা কুকথার তোড়ে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার কার্যত তাঁর পথই অনুসরণ করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। ভোটের আগের দিন কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে তিনি যা বললেন, তা পুরোপুরি প্ররোচনামূলক বলে মনে করছে তৃণমূল। এদিন তিনি বলেন, ‘ভোটে কেউ বাধা দিতে এলে তিন হাত বাঁশ দিয়ে পা ভেঙে দিন। মা-বোনেরা ঝাঁটা, খুন্তি নিয়ে তৈরি থাকুন।’ এই মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল দাবি করেছে, শুধু বনগাঁ নয়, গোটা রাজ্যের মা-বোনেরা তৃণমূলের সঙ্গে আছে। বিজেপির গুন্ডারা ভোটে অশান্তি করতে এলে জবাব দেবে সেই মা বোনেরাই। 
রবিবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পোস্টার, ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ করেন দেবদাস। সেই সূত্রে তিনি বলেন, ‘তৃণমূল বনগাঁ লোকসভায় পরাজিত হবে। সেই ভয়ে সন্ত্রাস সৃষ্টি করতে বিজেপির দলীয় পতাকা, পোস্টার ছিঁড়ে দিচ্ছে।’ এরপরই তিনি ভোটদানে কেউ বাধা দিতে এলে তার পা ভেঙে দেওয়ার হুমকি দেন। তাঁর আরও অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। এমনকী পোলিং এজেন্টদেরও ভয় দেখানো হচ্ছে। বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘উনি উল্টো কথা বলছেন। বিজেপি আসলে বুঝতে পেরেছে যে ওদের হার নিশ্চিত।’ তবে বিজেপি নেতার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কিছুটা হলেও ভিন্নসুর শোনা গিয়েছে বাম ও কংগ্রেসের। জোটের প্রার্থী কংগ্রেসের প্রদীপ বিশ্বাস বলেন, ‘বিজেপি ধর্মের রাজনীতি করে। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই সন্ত্রাসবাদীদের মতো কথা বলছে।’ এভাবে সরাসরি লাঠি, ঝাঁটা, খুন্তি তুলে নেওয়ার কথা না বললেও সিপিএমের বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সমিত কর বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছি। আমাদের বিশ্বাস, মানুষ ভোট দিতে বাধা পেলে নিজেরাই প্রতিবাদ গড়ে তুলবে।’
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা