কলকাতা

ভোটদানে উৎসাহ জোগাতে উলুবেড়িয়ার সবক’টি বিধানসভা এলাকায় মডেল বুথ

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ের ভিতরে টাঙানো হয়েছে বিশাল শামিয়ানা। মাঠে বিছানো হয়েছে কার্পেট। সাজিয়ে তোলা হয়েছে গোটা স্কুল চত্বর। রয়েছে হাওড়া ব্রিজের কাটআউট, মাঠের চারদিকে ‘বাঁটুল দি গ্রেট’ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। না, কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ে মনোরঞ্জনের কোনও অনুষ্ঠান নয়। ভোট উৎসবকে ঘিরেই সেজে উঠেছে মহিলা পরিচালিত উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার এই মডেল বুথ। তবে শুধু এই একটা বুথ নয়, উলুবেড়িয়া লোকসভার সাতটি বিধানসভা এলাকাতেই একটি করে মডেল বুথ তৈরি করেছে কমিশন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে খবর, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মডেল বুথ হয়েছে বাউড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে। উলুবেড়িয়া উত্তর বিধানসভার মডেল বুথ তৈরি হয়েছে আমতা উচ্চ বালিকা বিদ্যালয়ে। শ্যামপুর বিধানসভার মডেল বুথ হয়েছে শশাটি উচ্চ বিদ্যালয়ে। বাগনান অংশে এমন বুথ হয়েছে বাগনান আদর্শ বিদ্যালয়ে। আমতা ও উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে মডেল বুথ হয়েছে যথাক্রমে খড়িয়প উচ্চ বিদ্যালয় এবং শিবপুর বিরাজলক্ষ্মী বিদ্যালয়ে। জেলা নির্বাচন কমিশন সূত্রে খবর, এইসব মডেল বুথে ভোটারদের সুবিধার পাশাপাশি মনোরঞ্জনের একাধিক ব্যবস্থা থাকছে। বুথে ভোটারদের সহায়তা কেন্দ্র থাকা ছাড়াও থাকছে অসুস্থদের জন্য ‘সিক রুম’। মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিংয়ের আলাদা রুমও থাকছে। বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য রাখা হয়েছে হুইল চেয়ার। তাঁদের সহায়তার জন্য থাকবেন আলাদা আলাদা ব্যক্তি। যেসব মহিলা ভোটাররা যদি তাঁদের শিশুদের ভোট কেন্দ্রে নিয়ে আসেন, সেকথা ভেবেই শিশুদের খেলাধুলোর জন্য পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকবে খেলার সরঞ্জাম। পাশাপাশি অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও আলাদা ব্যবস্থা থাকছে। মডেল বুথগুলিতে পর্যাপ্ত পানীয় জল, মেডিক্যাল টিম এবং বেডের ব্যবস্থাও থাকবে।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা