কলকাতা

আজ আরামবাগে ভোট: স্পর্শকাতর বুথ ১৭৭০, থাকছে ১৭১ কোম্পানি বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, সোমবার পঞ্চম দফার নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট। প্রায় ১৯ লক্ষ ভোটার ১০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। লোকসভা কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র নেতাজি মহাবিদ্যালয়ে করা হয়েছে। সেখান থেকে রবিবার ভোট কর্মীদের রওনা দিতে দেখা যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগ লোকসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২০৭৮টি। তারমধ্যে স্পর্শকাতর বুথ ১৭৭০টি। সুস্থভাবে নির্বাচন করার জন্য হুগলি গ্ৰামীণ জেলাজেলা জুড়ে থাকছে ১৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া ৬২৪৭ জন রাজ্য পুলিস মোতায়েন থাকছে। আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার কে জয়ী হবেন, তা নিয়ে জল্পনা চলছে। 
তৃণমূল ও বিজেপি দু’পক্ষই মাটি কামড়ে প্রচার চালিয়েছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরামবাগে অল্প সময়ের মধ্যে দু’বার এসেছেন। দলীয় প্রার্থী অরূপকান্তি দিগারকে জয়ী করার আর্জি জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে দু’বার আরামবাগে সভা করেন। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পুরশুড়ায় এসে জনগণের অধিকার অর্জনের দাবি তুলে বিরোধীদের বর্জন করার ডাক দিয়েছেন। এখন দেখার হাইভোল্টেজ এই কেন্দ্রে শেষ হাসি কোন দল হাসে। 
চব্বিশের নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮লক্ষ ৮৩ হাজার ২৬৬। পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৫৩  হাজার ৩৯৬ জন। মহিলা ভোটার ৯ লক্ষ ২৯ হাজার ৮৪৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২১ জন। এদের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সি ভোটার রয়েছেন ১১ হাজার ১৮ জন। প্রথমবার লোকসভায় ভোট দিচ্ছেন এমন ভোটার রয়েছেন ৪৯ হাজার ১৬৯ জন। ২০ থেকে ২৯ বছর বয়সি ভোটার রয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ২৫৩ জন। শতায়ু ভোটার রয়েছেন ৯০ জন। প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ১৭ হাজার ৭৬৭জন। সকলেই আজ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়াবেন। আরামবাগ মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রশাসন কাজ করছে। সুষ্ঠুভাবে সকলে যাতে ভোটদান করতে পারেন, তার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। 
তৃণমূল, বিজেপি, সিপিএম ছাড়াও বহুজন সমাজবাদি পার্টি, এসইউসি সহ আরও পাঁচজন নির্দল প্রার্থী এবার ভোটে লড়ছেন। মিতালিদেবীকে জয়ী করে লোকসভায় জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তৃণমূল। প্রথমবার এই কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবিরও। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, আজ সমস্ত বুথে আমাদের দলের এজেন্ট থাকবে। ভোট গ্ৰহণের এক ঘণ্টা আগে আমাদের এজেন্টরা বুথে বুথে পৌঁছে যাবেন। ভোট শান্তিপূর্ণ হোক সেটাই আমরা চাইছি। 
সিপিএমের হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, আমাদের লক্ষ্য সমস্ত বুথে এজেন্ট দেওয়া। কারা কোন বুথের দায়িত্বে থাকবে তার প্রস্তুতি চলছে। 
আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, সমস্ত বুথে আমাদের এজেন্ট থাকবে। দলের কিছু কর্মীকে ভয় দেখানোর খবর আমাদের কাছে এসেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ভোটদান পর্বে সকলে শামিল হোক এটাই চাইছি।
আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বরে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট কর্মীরা>
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা