কলকাতা

বাগনানে বর্ণাঢ্য মহামিছিল তৃণমূলের

সংবাদদাতা, উলুবেড়িয়া: জমিতে শুধু ধান গাছ লাগালেই হবে না। ধান তুলতে হবে। প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য সবাইকে মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। শুক্রবার বিকেলে বাগনানে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে মহামিছিল শেষে দলীয় নেতা-কর্মীদের এই নির্দেশ দেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন।
এদিন বিকেলে বাগনানের খালোড় কালীবাড়ি থেকে মিছিল শুরু হয়ে বাগনান লাইব্রেরি মোড়, নতুন বাসস্ট্যান্ড, বাগনান থানা হয়ে মানকুড় মোড়ে এসে শেষ হয়। নীল-সাদা, তেরঙ্গা বেলুনের সঙ্গে দলীয় পতাকা ও ঢাক নিয়ে তৃণমূলের কয়েক হাজার সৈনিক মহামিছিলে পা মেলান। মিছিল শেষে অরুণাভ সেন বলেন, শনিবার প্রচারের শেষদিনে বাগনান বিধানসভার ২৫৪টি বুথ এলাকাতেই মিছিল করতে হবে। সংশ্লিষ্ট বুথে অবজারভারদের সেই ছবি তাঁকে পাঠানোর নির্দেশ দেন তিনি। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথ এলাকাতেই থাকতে হবে। প্রতিটি ভোটার যাতে ভোট দিতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা সভাপতি বলেন, বাগনানে তৃণমূলের সংগঠন অনেকটাই শক্তিশালী। সেকারণে বিরোধীদের থেকে আমরা কয়েক যোজন এগিয়ে আছি। ইতিমধ্যেই দলীয় কর্মীরা ১০০ শতাংশ বাড়িতে একাধিকবার গিয়েছেন। বাগনানে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া প্রসঙ্গে অরুণাভ সেন বলেন, বিজেপির সংগঠন দুর্বল বলে ওরা কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা করে ভোট করছে। যেখানে ওদের সংগঠন দুর্বল, সেখানে বেশি সংখ্যক জওয়ান পাঠানো হচ্ছে। তবে নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেন অরুণাভ সেন।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা