কলকাতা

নো রোড, নো ভোট, রাস্তার দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের

সংবাদদাতা, বনগাঁ: ‘নো রোড, নো ভোট।’ রাস্তা না হলে একটিও ভোট নয়। আগে রাস্তা পরে ভোট। এভাবেই রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের রামনগর পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া আগারপাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তা সংস্কার না হলে ভোট দেবেন না। শুক্রবার রাস্তা সংস্কারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর আশ্বাস, দ্রুত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর পঞ্চায়েতের আগারপাড়ার বিএসএফ রোড থেকে গ্রামে যাওয়ার প্রায় দু’কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বাসিন্দাদের দাবি, তিনবার এই রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। ঢালাই রাস্তার জন্য সামগ্রী ফেলা হলেও পরে তা তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমনকী রাস্তা তৈরির একটি ফলকও বসানো হয়েছিল। সেই ফলকে বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লেখা রয়েছে। টাকা বরাদ্দ হলেও রাস্তা তৈরি না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক। স্থানীয় বাসিন্দা সুস্মিতা মজুমদার বলেন, বেহাল রাস্তার জন্য ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে সমস্যায় পড়ছে। অসুস্থ রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হয় পরিবারের সদস্যদের। এদিন গ্রামের মহিলা ও পুরুষ সকলেই রাস্তা সংস্কারের দাবিতে পথে নামেন। রাস্তা সংস্কার না হওয়ায় স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন অনেকে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। আগামী তিন মাসের মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। এদিন ঘটনাস্থল থেকে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করে বিষয়টি জানিয়েছেন বলে জানান মমতাবালা। এবিষয়ে রামনগর পঞ্চায়েতের প্রধান আরতি খাঁ বলেন, রাস্তাটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। কিন্তু পোর্টাল থেকে কোনও কারণে উঠে যাওয়ায় কাজটি হয়নি। বাসিন্দাদের ভোট বয়কট প্রসঙ্গে প্রধান বলেন, ওই গ্রামে প্রায় ৬৩টি পরিবারের বাস। তাঁরা যদি ভোট না দেন কোনও ক্ষতি হবে না।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা