কলকাতা

কী উন্নয়ন করেছেন? লকেটকে বিতর্কে আহ্বান অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির ধনেখালিতে প্রচারে এসে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদকে তেড়ে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কংগ্রেসের ‘নম্বর টু’ এদিন উন্নয়নের প্রশ্নে প্রকাশ্য বিতর্কসভা আয়োজনের চ্যালেঞ্জ ছুড়েছেন এই কেন্দ্রের বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। অভিষেকের দাবি, ‘লকেট একটিও বাড়তি উন্নয়নের কাজ করতে পারেননি। উল্টে দিল্লির প্রভুদের তোয়াজ করতে গিয়ে হুগলির শ্রমজীবী মানুষের হকের টাকা আটকে দিয়েছেন।’ কংসারিপুরের সভায় অভিষেক এদিন জানিয়েছেন, এবারের লড়াই রচনা বন্দ্যোপাধ্যায়কে শুধু জেতানোর নয়, সমস্ত বঞ্চনার বিরুদ্ধে বিপুল প্রতিবাদেরও। এদিন তিনি হুগলিতে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগও তুলেছেন।
এদিন সভার শুরু থেকে শেষ পর্যন্ত অভিষেক বিজেপির প্রার্থীর বিরুদ্ধে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন। বলেন, ‘লকেট চট্টোপাধ্যায় সাংসদ ছিলেন। ক’দিন তাঁর দেখা পেয়েছেন? যখন ১০০ দিনের কাজের টাকা বন্ধ ছিল, ঘর তৈরির টাকা আটকে দেওয়া হয়েছিল, তখন তিনি হুগলির গরিব ও শ্রমজীবী মানুষের জন্য মুখ খুলেছিলেন?’ তারপরই তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, ‘সাহস থাকলে একটি সভার আয়োজন করুন। সেখানে আপনি কাজের খতিয়ান দেবেন। আমিও দেব। আপনি ১০ পয়সার বাড়তি কাজ হুগলিতে করেননি। একজন কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রীকে এনে একটি প্রকল্প হুগলির মানুষকে দেননি। মানুষের উন্নয়নে যা কাজ করার, আমরাই করেছি। চ্যালেঞ্জ রইল, সত্যিকারের উন্নয়ন দেখাতে পারলে আমি দলের হয়ে ভোট চাইব না।’ লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও লকেটকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘আপনার দলের নেতারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন। আপনি প্রতিবাদ করেছেন? মা-বোনেরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, আর আপনাকে ভোট নয়। মনে রাখবেন, আমাদের দলের রত্না দে নাগ যখন হুগলির সাংসদ ছিলেন, তখন টাকা আটকে দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হয়নি। লকেটদেবী জিতলেন, আর টাকাও বন্ধ হয়ে গেল। উনি জিতেছেন বলেই আপনারা বঞ্চিত হয়েছেন। ওঁকে বিধানসভায় হারিয়েছেন, এবার লোকসভায় চিরতরে বিসর্জন দিন।’ রাজ্যে সাত দফায় ভোট নিয়ে অভিষেকের কটাক্ষ, ‘ওঁর দলের নেতাদের প্রচারের সুবিধার জন্যই এতদিন ধরে ভোট চলছে। আর সাধারণ মানুষের কষ্ট বাড়ছে।’ এসবরে পর তাঁর বার্তা, ‘রচনাদেবীকে জিতিয়ে দিন। গ্যারান্টি দিচ্ছি, ৫০কোটি টাকার গ্রামীণ রাস্তার কাজ তিন মাসে করে দেব। পাণ্ডুয়া থেকে আমাকে কর্মীরা ফোন করে বলছেন, বিজেপি টাকা ছড়াচ্ছে। আমি বলেছি, বাংলার মানুষের কেড়ে নেওয়া টাকা ছড়াচ্ছে। সবাই টাকা নিয়ে নিন। আর ঘাসফুলে ভোট দিয়ে প্রতিবাদ করুন।’ পাল্টা লকেট বলেন, ‘উনি মিথ্যা কথা বলছেন। আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কথা বলিনি। কোথাও টাকাও দিইনি। খামে ভর্তি করে টাকা তৃণমূল দিচ্ছে। উনি কয়লা, পাথর, গোরুর টাকা দিয়ে ভোট করছেন।’ যদিও অভিষেকের বিতর্কসভার ‘চ্যালেঞ্জ’ নিয়ে তিনি কিছু বলেননি। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা