কলকাতা

পায়ে চোট না লাগলে বুথেই ভোট দিতে যেতেন ১০৫ বছরের হরলাল

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মহাত্মা গান্ধী থেকে বিধানচন্দ্র রায়। সবার কথাই মনে আছে তাঁর। হাল্কা স্বরে বললেন, ‘ওয়েলিংটনে দেখেছিলাম বিধান রায়কে। কাউকে দেখেই রোগ বলে দিতেন।’ সোনারপুরের প্রবীণতম ভোটার হরলাল দেবনাথ। বয়সের কারণে শারীরিক ক্ষমতা খানিক কমেছে। তবে স্মৃতিশক্তি এখনও সতেজ। বয়স ১০৫ বছর হলে কী হবে, প্রবীণ মানুষটি বুথে গিয়েই ভোট দিতে চেয়েছিলেন। বাড়ির পাশের একটি স্কুলে বুথ হয়। সেখানে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ঠিক করাই ছিল। কিন্তু কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়ে পায়ে চোট লাগে। এখন হাঁটতে চলতে সমস্যা হচ্ছে নেহাত। তাই বাড়িতে বসেই  নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে জানালেন। 
হরলালবাবু রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগানে থাকেন। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে। আর নাতিদের নিয়ে ভরা সংসার। সিএসটিসিতে স্টার্টার পদে কাজ করতেন। গড়িয়া ডিপোয় কর্মরত থাকা অবস্থায় অবসর নেন। ইস্ট বেঙ্গলের প্রবল সমর্থক। শতায়ু এই মানুষটি এখনও দিব্যি খালি চোখে খবরের কাগজ পড়েন। পরিবারের সব সদস্যকে চিনতে পারেন। ভোট নিয়েও খোঁজখবর করেন। ভোটের দিনের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন। সেঞ্চুরি পার করা এই প্রবীণ নিজের সার্ধশতবর্ষ অতিক্রম করতে চান। বিষয়টি জানিয়ে মুচকি হেসে বলেন, ‘অনেক বছর আগে এক জ্যোতিষী দীর্ঘ আয়ুর কথা বলেছিলেন।’
এখন সারাদিন শুয়ে বসেই সময় কাটান বৃদ্ধ। সকালে মোবাইল খুলে কীর্তন শোনেন। মন করলে সেকালের বাংলা গান শুনতেও ভালবাসেন। দিনে একবার ভাত খেতেই হয়। ফলের মধ্যে প্রিয় লিচু। বৃন্দাবনটা দেখার শখ রয়েছে মনে। চলাফেরায় সমস্যা হচ্ছে বলে হেলিকপ্টারে বৃন্দাবন যেতে চান। 
অবসরপ্রাপ্ত এই সরকারি চাকুরের পুত্ররা বলেন, ‘পায়ের সমস্যা ছাড়া সেরকম কোনও শারীরিক অসুবিধা নেই। ধরে ধরে উঠিয়ে বসিয়ে দিলে সবার সঙ্গে কথাবার্তাও চালান বাবা।’
তবে হরলালবাবু একা নন, সোনারপুর ব্লকের দু’টি বিধানসভায় কমকরে আট জন শতায়ু ভোটার রয়েছেন। তাঁদের কারও বয়স ১০২। কেউ সদ্য সেঞ্চুরি করেছেন। এদের মধ্যে কয়েকজন বুথে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনকে। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা