কলকাতা

পয়লা বৈশাখে উত্সবের মেজাজে প্রচার পরিকল্পনা সিপিএমের দুই তরুণ প্রার্থীর

সোহম কর, কলকাতা: পয়লা বৈশাখের দিন উত্সবের মেজাজে ভোট প্রচারের পরিকল্পনা করেছেন সিপিএমের জোড়া তরুণ সৃজন ভট্টাচার্য ও প্রতীক উর রহমান। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন যাবেন তাঁর কেন্দ্রের বিশিষ্ট ব্যক্তিদের কাছে। তুরস্কের বিপ্লবী কবি নাজিম হিকমতের কবিতা ব্যবহার করে তিনি একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। সেগুলি বিলি করবেন। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতীক উর বললেন, ‘রথ দেখা আর কলা বেচা একসঙ্গে হবে। নববর্ষের সকালে মিছিল আর বিকেলে ছোটবেলার মতো ঘুরব চড়কের মেলায়।’
শিল্পী, অধ্যাপক এবং সমাজের অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টদের সময় চেয়ে নিয়েছেন সৃজন। তাঁদের কেউ কলকাতার বাইরে রয়েছেন। তাঁদের মোবাইলে মেসেজ করে পরামর্শ চাইছেন। তাঁদের কাছে সৃজনের জিজ্ঞাসা, ‘প্রচারে ও কাজে কোন বিষয়গুলি উঠে এলে ভালো হয়।’ তিনি অনেকের বাড়িতে নববর্ষের সকালেই পৌঁছে যাবেন। সৃজনের কথায়, ‘সৌজন্য সাক্ষাত্ হবে। বড়দের থেকে আশীর্বাদ চাইব। পয়লা বৈশাখের কার্ড দেব।’ তিনি জানান, বিশিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে কার্ড। তাঁদের কাছেও চাওয়া হবে পরামর্শ। কার্ডে প্রার্থীর ফোন নম্বর, ই মেইল আইডি দেওয়া থাকবে। অন্যদিকে প্রতীক উর কী করবেন? তাঁর কথায়, ‘সকালে শোভাযাত্রা হবে। নির্বাচনী প্রচার করা হবে। সেখানে মানুষদের শুভেচ্ছা জানাব। বলব, নতুন বছরের অঙ্গীকার হোক, স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র ও বাসস্থান।’ ‘মেলায় ঘুরতে ঘুরতে কি ভোট প্রচার করবেন?’ এই প্রশ্নের উত্তরে তরুণ প্রার্থী বললেন, ‘সেখানে লাল ঝান্ডা থাকবে না। আমতলা, ডায়মন্ড হারবারে চড়কের মেলা হয়। সেখানে সিপিএম প্রার্থী নয়, প্রতীক উর রহমান মেলা ঘুরতে যাবে। তবে সেখানে কেউ যদি সিপিএম প্রার্থী হিসেবে আমার সঙ্গে কথা বলেন,  চুপ করে তো থাকতে পারব না।’  
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা