কলকাতা

সাতসকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া, মারধর ও ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের সন্দেশখালি-ক্ষত সেরে ওঠার আগেই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল হাড়োয়া থানার ঘুসিঘাটা বাজারে। মিনাখাঁর তৃণমূল বিধায়কের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। শুধু মারধর নয়, বাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় শনিবার সকালে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সংঘর্ষে জখম পাঁচ-ছ’জনকে মিনাঁখা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুসিঘাটা বাজারে চায়ের দোকান রয়েছে তৃণমূল কর্মী আজের মিদ্দার। এদিন সকালে তিনি দোকান খুলে চা বিক্রি করছিলেন। দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূলের কর্মী। অভিযোগ, আচমকা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা আব্দুল খালেকের লোকজন হামলা চালায়। তৃণমূল কর্মী শাহজাহান গাজি বলেন, ‘আমরা যখন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, সেই সময় খালেকের দলবল চড়াও হয়। দোকান ভাঙচুরের পাশাপাশি আমাদের বেধড়ক মারধর করেছে। শুধু তাই নয়, কয়েকটি বাড়িও ভাঙচুর করেছে। আমাদের অপরাধ, আমরা মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের সঙ্গে আছি।’ একই অভিযোগ তৃণমূল কর্মী তথা চা ব্যবসায়ী আজেরেরও।  দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা। এ বিষয়ে আব্দুল খালেক বলেন, ‘বিধায়ক বা আমাদের মধ্যে কোনও তফাৎ নেই। আমরা প্রত্যেকেই তৃণমূলের লোক। কী ঘটনা ঘটেছে, তা আমার জানা নেই।’ এ প্রসঙ্গে মিনাখাঁ তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, ‘যাঁরা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন, তাঁদের উপর হামলা চালিয়েছে এবার পঞ্চায়েতের টিকিট পাওয়া লোকজন। তারাই মাতব্বরি করেছে।’ তিনি কারও নাম নেননি। হাড়োয়া থানার পুলিস জানিয়েছে, ‘ওই ঘটনা নিয়ে এখনও লিখিত কোনও অভিযোগ হয়নি।’ তবে তৃণমূলের এই অন্তর্কলহকে কটাক্ষ করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ সরকার বলেন, ‘সবটাই টাকা নিয়ে গোলমাল। ভোটের টাকা কে বেশি চুরি করবে, তা নিয়েই মারপিট। আগামীতে এটা আরও বাড়বে, অপেক্ষা করুন।’
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা