কলকাতা

ক্ষোভের কথা শুনলেন অনির্বাণ, টোটো করে চষে বেড়ালেন সৃজন

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: প্রচারে বেরিয়ে বাসিন্দাদের থেকে রাস্তা নিয়ে ক্ষোভের কথা শুনলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায় প্রচার করতে বেরিয়ে বাসিন্দাদের কাছে ভোট প্রার্থনা করছিলেন তিনি। তখনই কয়েকজন মহিলা অনির্বাণবাবুর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে চলাফেরা করা যায় না। পুরসভা, কাউন্সিলার সবাইকে বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। ওই মহিলাদের অভিযোগ শুনে বিজেপি প্রার্থী আশ্বাস দিয়ে বলেন, একবার সুযোগ দিলে এলাকার যাবতীয় অসুবিধা ও সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আর রাস্তা নিয়ে সরব হওয়া মহিলারা বলেন, মণ্ডলপাড়ায় বাড়ি প্রাক্তন কাউন্সিলারের। তাঁর বাড়ি পর্যন্ত কংক্রিটের রাস্তা হলেও তার পরের সামান্য অংশে কোনও কাজই হয়নি। অথচ সেখানে বহু পরিবার থাকে। ঝোপঝাড়ে মাটির রাস্তা সঙ্কুচিত হয়ে গিয়েছে। রাস্তার ধারে পুকুর রয়েছে। যখন তখন দুর্ঘটনাও ঘটে। এদিন সকালে সোনারপুর উত্তর বিধানসভার ঝিলপাড় সংলগ্ন নবগ্রাম পার্টি অফিস থেকে পদযাত্রা শুরু করেন বিজেপি প্রার্থী। দলীয় কর্মীদের সঙ্গে চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডের অলিগলিতে জনসম্পর্ক করেন তিনি। রাস্তা দিয়ে যেতে যেতে মহিলা, শিশু ও বয়স্কদের দেখে এগিয়ে যান অনির্বাণবাবু। একাধিক খুদের সঙ্গে দেখা করে তাদের নানা পরামর্শও দেন। গরমে যাতে তারা বেশিক্ষণ বাড়ির বাইরে না থাকে, তার জন্য অভিভাবকদের কাছে আর্জি জানান। এই দুই ওয়ার্ডে প্রচার শেষ করে বিকেলে টালিগঞ্জ এবং সন্ধ্যায় সোনারপুরে পথসভা করেন বিজেপি প্রার্থী। এদিকে টোটো করে গ্রামের এক পাড়া থেকে আরেক পাড়া চষে বেড়ালেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন একবেলায়  জয়নগর ১ ব্লকের ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েত ঘুরে ফেলেন সৃজন। এদিন তিনি  তিলপি জল ট্যাঙ্ক থেকে প্রচার শুরু করে  কুলবেড়িয়া, শ্যামনগর, চড়াঘাটা হয়ে মানিকনগরে জনসংযোগ শেষ করেন। -নিজস্ব চিত্র
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা