কলকাতা

বাইকের বিকট শব্দে কান ঝালাপালা, প্রতিবাদ করায় ছুরির আঘাতে খুন কিশোর

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিকট শব্দে বাইক ছোটাচ্ছিল এক যুবক। বাইকের আওয়াজে কান ঝালাপালা হওয়ার জোগাড়। এ নিয়ে প্রতিবাদ ও তাকে ঘিরে বচসার জেরে শেষ পর্যন্ত ছুরির আঘাতে প্রাণ গেল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উলুবেড়িয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইল কলাবাগান এলাকায়। মৃতের নাম বাপন মান্না (১৮)। বাপনের পরিবারের অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আকাশ জানা এবং সাগর জানা। আজ, শনিবার তাদের উলুবেড়িয়া আদালতে তোলার কথা। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঈদের রাতে চেঙ্গাইলের কলাবাগান এলাকায় বিকট শব্দ করে বাইক চালাচ্ছিল কয়েকজন যুবক। আওয়াজের ঠেলায় কানের পর্দা ফাটার জোগাড়। বাপনের দাদা ও তাঁর বন্ধুরা প্রতিবাদ করলে বাইকচালকের সঙ্গে তাঁদের বচসা হয়। শেষ পর্যন্ত বিষয়টি  হাতাহাতিতে গড়ায়। পরে অবশ্য সব কিছু মিটে যায়। এদিকে, ঘটনার পর রাতে দাদা বাড়ি না ফেরায় বাপন রাত আড়াইটে নাগাদ তাঁকে খুঁজতে বের হন। অভিযোগ, সেই সময় বাপনকে একা পেয়ে আকাশ ও সাগর তাঁকে ছুরি দিয়ে কোপায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিস বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দুই অভিযুক্ত আকাশ জানা এবং সাগর জানাকে গ্রেপ্তার করে। পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ সেলিম বলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় অশান্তি চলছে। এ নিয়ে প্রশাসনকে একাধিকবার বলা হলেও কোনও কাজ হয়নি। তিনি অভিযু্ক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা